রংপুর মহানগরের মাহিগঞ্জ থানাধীন ছোট কল্যানী এলাকায় মোঃ বেলাল হোসেন ছেলে মাদ্রাসা ছাত্র মোঃ রুবেল মিয়া (১৫) গত ০২/০৬/২০২৪ খ্রি. তারিখ রাত্রী অনুমান ০৯.৩০ ঘটিকার "বড় দরগা কম্পিউটার ট্রেনিং সেন্টারে” কম্পিউটার ক্লাসের জন্য বাড়ি থেকে যাওয়ার পর আর বাড়িতে ফিরে না এলে রুবেলের পিতা ও পরিবারের অন্যান্যরা রুবেলকে বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করে না পেয়ে ০৩/০৬/২০২৪ খ্রি. তারিখে মাহিগঞ্জ থানায় একটি নিখোঁজ জিডি করে (জিডি নং-১২৩, তারিখ-০৩/০৬/২০২৪ খ্রি.)। পরবর্তীতে কল আসে ১৫,০০,০০০/- (পনের লক্ষ) টাকা দিলে তার ছেলেকে তারা ছেড়ে দেবে। এই সংবাদ পেয়ে কলের সূত্র ধরে বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এটি শুধুমাত্র মুক্তিপনের জন্য অপহরণের ঘটনা নয় বুঝতে পেরে ভিকটিমের পিতা থানায় বিষয়টি অবহিত করলে মাহিগঞ্জ থানার মামলা নং-১, তারিখ-০৬/০৬/২০২৪ খ্রি., ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৭/৮/৩০ তৎসহ ৫০৬ পেনালা কোড রুজু করেন।
মামলা রুজু হলে তদন্ত তদারক ও সহায়ক টিম তথ্য প্রযুক্তিসহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে সন্দেহভাজন চিহ্নিত করে গত ১০/০৬/২০২৪ খ্রি. তারিখ সময়-১৫.৫৫ ঘটিকার সময় ০১। সোহাগ চন্দ্র মোহন্ত (২৪), পিতা-সাগর চন্দ্র মহন্ত, সাং-ছোট কল্যানী মোদকপাড়া, থানা-মাহিগঞ্জ, রংপুর আটক করে এবং ২। মোঃ হাসান আলী @ আপেল (৩০), পিতা-মৃত ইয়াছিন আলী, সাং-মহিন্দ্র মধ্যপাড়া, থানা-মাহিগঞ্জ, রংপুরকে গত ১০/০৬/২০২৪ খ্রি. ঘটিকার সময়-১৬.২০ ঘটিকায় আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামীদ্বয় ভিকটিম রুবেলকে অপহরণ ও পরবর্তীতে তাকে খুনের কথা স্বীকার করে এবং তাদের দেখানো মতে মাহিগঞ্জ থানাধীন ০১নং কল্যানী ইউনিয়ন ছোট কল্যানী মোদকপাড়া খোকন চন্দ্র মহন্ত এর ধানক্ষেত থেকে ভিকটিম রুবেলের অর্ধগলিত মৃত দেহ এবং হত্যার কাজো ব্যবহৃত দা উদ্ধার হয়।