সাধারণ ডায়েরী:
পিআরবি ৩৭৭ বিধি অনুযায়ী থানা এলাকার সকল ধর্তব্য ও অধর্তব্য অপরাধের সংবাদ, যাবতীয় ঘটনাবলী এবং থানার দৈনন্দিন কার্যকলাপ নির্ধারিত ফরমে (বিপি ফরম নং-৬৫) সাধারণ ডায়েরী আকারে লিপিবদ্ধ করা হয়।
প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) :
সিআরপিসি ১৮৯৮ এর ১৫৪ ধারা মতে কোন থানার অফিসার ইনচার্জের নিকট মৌখিক/লিখিত কোন আমলযোগ্য অপরাধের সংবাদ আসলে তিনি উক্ত সংবাদ নির্ধারিত ফরম (বিপি ফরম নং- ২৭) পূরণ করে অভিযোগকারীর স্বাক্ষর গ্রহণপূর্বক “প্রাথমিক তথ্য বিবরণী” লিপিবদ্ধ করবেন।
ফরমের নাম |
ডাউনলোড |
সাধারণ ডাইরী (জিডি) ফরম |
|
এজাহার দাখিল ফরম |
|