আজ ০৭/০৬/২০২৪ খ্রি. তারিখ রাত্রী ০৪.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা বিভাগ (ডিবি)'র উপ-পুলিশ কমিশনার জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ শাহ নূর আলম পাটওয়ারী এর অপারেশন পরিকল্পনা ও নেতৃত্বে এসআই (নিরস্ত্র) স্বপন কুমার রায়সহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি আভিযানিক দল আরপিএমপি, রংপুর তাজহাট থানাধীন মর্ডান মোড়ে চাঁদ পেট্রোল পাম্পের সামনে রংপুর-টু-ঢাকাগামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানে রক্ষিত ৫৫ কেজি গাঁজা উদ্ধারসহ গাঁজা ব্যবসায়ী ০১। মোঃ নাজমুল ইসলাম @ নাঈম, ০২। কাভার্ড ভ্যানের ড্রাইভার মোঃ জিল্লুর রহমান, ০৩। হেলপার মোঃ মিলন খাঁনদেরকে গ্রেফতার করা হয়। বর্ণিত আসামীদের বিরুদ্ধে সংশিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার মহোদয়ের অঙ্গীকার অনুযায়ী রংপুর মহানগরীকে মাদক মুক্ত করার নিমিত্ত রংপুর মেট্রোপলিটন পুলিশ তথা ডিবি পুলিশ সর্বদা মাদককারবারী ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে এবং রংপুর মহানগরী মাদক মুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।