রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর এর হারাগাছ থানা পুলিশ কর্তৃক ১৪০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারসহ ১ জন আসামী গ্রেফতার
প্রকাশের সময়: 19 Sep, 2020



গত ১৮/০৯/২০২০ খ্রিঃ রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন মোল্লাটারী বাঁধেরপাড়স্থ আসামী মোঃ মাহমুদ হোসেন @ রাজু (২৫), পিতা- মোঃ আজাহার আলী, স্থায়ী : গ্রাম- হারাগাছ (মোল্লাটারী বাঁধেরপাড়া), থানা- হারাগাছ, মহানগর, রংপুর এর বসত বাড়ী থেকে ১৪০ (একশত চল্লিশ) গ্রাম শুকনা গাঁজা (মূল্য অনুমান ১,৪০০/- এক হাজার চারশত) টাকা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়।