গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ পুলিশ
পুলিশ কমিশনারের কার্যালয়
রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর।
গণবিজ্ঞপ্তি
(রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ এর ১০৯ ধারা মোতাবেক)
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৬ তম বিসিএস-২০২৩ এর প্রিলিমিনারি পরীক্ষা (MCQ Type) আগামী ২৬/০৪/২০১৪ খ্রি. তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে ১২.০০ ঘটিকা পর্যন্ত রংপুর মহানগরীর ১৮ (আঠার) টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে আমি নিম্নস্বাক্ষরকারী রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ এর ৩০ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা সংশ্লিষ্ট তারিখে পরীক্ষা চলাকালীন কেন্দ্রসহ আশপাশ এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করার লক্ষ্যে কেন্দ্রের ২০০ (দুইশত) গজের মধ্যে ০৮.০০ ঘটিকা হতে ১৩.০০ ঘটিকা পর্যন্ত সকল প্রকার জনসমাবেশ, মিছিল-মিটিং, অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করছি।
কেন্দ্রসমূহ : ১। ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, ২। কারমাইকেল কলেজ, ৩। পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, ৪। কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, ৫। দি মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজ, ৬। লায়ন্স স্কুল এন্ড কলেজ, ৭। রংপুর সরকারি কলেজ, ৮। সরকারি বেগম রোকেয়া কলেজ, ৯। ধাপ সাতগাড়া বাইতুল মোকাররম মডেল কামিল মাদরাসা, ১০। রংপুর পলিটেকনিক ইনষ্টিটিউট, ১১। বর্ডারগার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, ১২। রংপুর মডেল কলেজ, ১৩। সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ১৪। আরসিসিআই পাবলিক স্কুল এন্ড কলেজ, ১৫। সমাজ কল্যাণ বিদ্যাবিথী উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়, ১৬। শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়, ১৭। রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ১৮। রংপুর জিলা স্কুল।
জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হলো।
(মোঃ মনিরুজ্জামান, বিপিএম-বার, পিপিএম-বার)
বিপি ৭৪৯৯০১০০৫৩
পুলিশ কমিশনার
রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর।
ফোন : ০২-৫৮৯৯৬১১৩১, ফ্যাক্স : ৫৮৯৯৬১১৫৮
Email: perpmp@police.gov.bd