অদ্য ০৭/১১/২০২০খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক মহোদয়ের নির্দেশনায় এসআই(নিঃ) মোঃ বাবুল ইসলাম, এসআই ( নিঃ) মোঃ গোলাম মোর্শেদ, এসআই (নিঃ) আবু ছাইয়ুম তালুকদার, এসআই( নিঃ) নাজমুল ইসলাম , কং/ সুজন চন্দ্র, কং/ বাবলু, কং/ শাহীনুর কোতয়ালী থানাধীন জুম্মা পাড়া আলহেরা স্কুলের বাউন্ডারী প্রাচিরের ভিতর থেকে মাদক সেবনের প্রস্তুতিকালে মাদকসেবী আসামী মোঃ সাউদ হোসেন (৩২), পিতা- মৃত আঃ গফুর, মাতা- মোছাঃ মনোয়ারা বেগম, সাং- নিউ জুম্মাপাড়া, শাপলা তুলার মিল, ওয়ার্ড নং-২৩, থানা- কোতয়ালী, আরপিএমপি, রংপুর-কে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ১ টি সিগারেটের রাংতা কাগজ, একটি গ্যাস লাইট, এক টাকার কয়েন একটি উদ্ধার করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় আইনগত ব্যবস্থা গ্রহন প্রকৃয়াধীন।