ঘটনা-১ঃ অদ্য ০৪/১১/২০২০খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ কাজী মুত্তাকী ইবনু মিনান মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে, সহকারী পুলিশ কমিশনার(ডিবি) জনাব মোঃ ফারুক আহমেদ, ইন্সপেক্টর মোঃ সামিউল আলম, এসআই (নিঃ) মোঃ তসলিম উদ্দিন আহমেদ, এসআই (নিঃ) মোঃ আবু ছাইয়ুম তালুকদার, এসআই( নিঃ) মোঃ নাজমুল ইসলাম, কং/আনছারুল পরশুরাম থানাধীন ৫ নং ওয়ার্ডস্থ জনৈক মোঃ রায়হান মিয়া এর নকল ব্যাটারীর পানি তৈরির ফ্যাক্টরীর ভিতরে অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে-
১. সুপার ভলভো নকল ব্যাটারীর পানি।
২. নকল সুপার ভলভো ব্যাটারীর পানি তৈরির মেশিন পত্র ও কেমিক্যাল।
৩. ৫ লিটার বোতল ভর্তি পানি ও খালি বোতল।
৪. ১০ লিটার পানি ভর্তি ও খালি বোতল।
৫. বিপি এল নামক নকল ব্যাটারীর পানিসহ বিপুল পরিমান নকল প্লাস্টিক ব্যাটারী তৈরির মেশিনপত্র ও ব্যাটারী তৈরি সামগ্রী জব্দ করা হয়।
(যাহার অনুমান মুল্য ৪০ লক্ষ টাকা)
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাহমুদুল হাসান মৃধা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারখানার মালিক মোঃ রায়হান মিয়া ( ৪৯) পিতা- মৃত জহুরুল হক, সাং- চিলার ঝাল ৫নং ওয়ার্ড, থানা- পরশুরাম, আরপিএমপি, রংপুর এর কাছে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম জেল আদেশ সহ সমস্ত উৎপাদন বন্ধ করার আদেশ দেন এবং কারখানা সীলগালা করা হয়।
ঘটনা-২ঃ অদ্য ০৪/১১/২০২০খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ কাজী মুত্তাকী ইবনু মিনান মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে, সহকারী পুলিশ কমিশনার(ডিবি) জনাব মোঃ ফারুক আহমেদ, ইন্সপেক্টর এবিএম ফিরোজ ওয়াহিদ, এসআই(নিঃ) মোঃ বাবুল ইসলাম, এসআই (নিঃ) গোলাম মোর্শেদ, এসআই( নিঃ) মোঃ নাজমুল ইসলাম, কং/ আজিজ, কং/শাহজাহান, কং/সুজন পরশুরাম থানাধীন ৫ নং ওয়ার্ডস্থ জনৈক মোঃ একরামুল এবং আঃ মতিন এর নকল ব্যাটারীর পানি তৈরির ফ্যাক্টরীর ভিতরে অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে-
১. ভলভো প্লাস নকল ব্যাটারীর পানি।
২. নকল ভলভো ব্যাটারীর পানি তৈরির মেশিন পত্র ও কেমিক্যাল।
৩. ৫ লিটার বোতল ভর্তি পানি ও খালি বোতল।
৪. ১০ লিটার পানি ভর্তি ও খালি বোতল।
৫. আই পি এল নামক নকল ব্যাটারীর পানি সহ বিপুল পরিমান নকল ব্যাটারী তৈরি সামগ্রী জব্দ করা হয়।
(যাহার অনুমান মুল্য ১০ লক্ষ টাকা)
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাহমুদুল হাসান মৃধা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারখানার মালিক মোঃ আঃ মতিন (২৯) পিতা- মোঃ আবুল কাশেম, সাং- চিলার ঝাল ৫নং ওয়ার্ড, থানা- পরশুরাম, আরপিএমপি, রংপুর এর কাছে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম জেল আদেশ সহ সমস্ত উৎপাদন বন্ধ করার আদেশ দেন এবং কারখানা সীলগালা করা হয়।