অদ্য ০৫/১১/২০২০খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক এর অপারেশন পরিকল্পনায়, ইন্সপেক্টর এবিএম ফিরোজ ওয়াহিদ, এসআই(নিঃ) মোঃ তসলিম উদ্দিন আহমেদ এসআই ( নিঃ) গোলাম মোর্শেদ, এসআই ( নিঃ) মোঃ বাবুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ নাজমুল ইসলাম, এসআই( নিঃ), কং/ সুজন চন্দ্র, কং/ বাবুল চন্দ্র, কং/ শাহজাহান, কং/ শাহীনুরসহ কোতোয়ালি থানাধীন ১৪ নং ওয়ার্ডস্থ দেওডোবা বানিয়াপাড়া গ্রামে জনৈক মোঃ মিজানুর রহমান মিজু এর বসত বাড়ী ( পরিত্যাক্ত) উত্তর ভিটা দক্ষিন দুয়ারী ঘরের ভিতরে অভিযান চালিয়ে আসামী মোঃ নাইম ইসলাম (২২), পিতা-মোঃ মোকছেদুল, মাতা- মোছাঃ নারগিস বেগম, সাং- গনেষপুর দোলাপাড়া, ওয়ার্ড নং-১৪ থানা- কোতয়ালী, আরপিএমপি, রংপুর এর হেফাজতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ০৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলমান।