অদ্য ০২/১১/২০২০খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ কাজী মুত্তাকী ইবনু মিনান মহোদয়ের নির্দেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক কর্মপরিকল্পনায়, সরী পুলিশ কমিশনার(ডিবি) জনাব মোঃ ফারুক আহমেদ, ইন্সপেক্টর এবিএম ফিরোজ ওয়াহিদ, এসআই(নিঃ) মোঃ বাবুল ইসলাম, এসআই (নিঃ) গোলাম মোর্শেদ, এসআই(নিঃ) মোঃ নাজমুল ইসলাম, কনস্টেবল/ আনছারুল সুজন, কনস্টেবল/ বাবুলসহ কোতয়ালী থানাধীন ২৬ ওয়ার্ডস্থ জনৈক রাজু আহম্মেদ এর এর বসত বাড়ীর ভিতরে অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে-
১. আরএস ভলভো নকল ব্যাটারীর পানি।
২. নকল ভলভো ব্যাটারীর পানি তৈরির মেশিন পত্র ও কেমিক্যাল
৩. ৫ লিটার বোতল ভর্তি পানি ও খালি বোতলসহ বিপুল পরিমান নকল ব্যাটারী কেমিক্যাল তৈরি সামগ্রী জব্দ করা হয়। (যাহার অনুমান মুল্য ৫ লক্ষ টাকা)
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাহমুদ হাসান মৃধা কুতুব ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারখানার মালিক রাজু আহম্মেদ (৩৫), পিতা- মৃত কাশেম আলী, সাং- আলমনগর (২নং ইস্পাহানী ক্যাম্প কেজি মার্কেট হক কমিউনিটি সেন্টার সংলগ্ন), থানা- কোতয়ালী, আরপি এমপি, রংপুর এর কাছে ৫ হাজার টাকা জরিমান, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম জেল আদেশ সহ সমস্ত উৎপাদন বন্ধ করার আদেশ দেন এবং কারখানা সীলগালা করা হয়।
উল্লেখ্য যে রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ধরনের অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রনে আরপিএমপি গোয়েন্দা বিভাগ( ডিবি) টিমের অভিযান অব্যাহত থাকবে ।
যে কোন অপরাধ দমনে তথ্য দিন বা যোগাযোগ করুন
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি)- (০১৩২০-০৭৩৬৬১)।