রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর এর গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক দালাল চক্রের ০৫ সদস্য গ্রেফতার
প্রকাশের সময়: 01 Nov, 2020


অদ্য ০১/১১/২০২০খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ কাজী মুত্তাকী ইবনু মিনান মহোদয়ের নির্দেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক এর তত্ত্বাবধানে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতয়ালী থানাধীন ধাপ এলাকায় অভিযান পরিচালনা করে পপুলার-১ পপুলার -২, আপডেট, ল্যাবএইড, ডায়াগনস্টিক সেন্টারের সামনে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের লোকজনের সহিত বাগবিতন্ডকারী দালাল চক্রের ০৫ সদস্য- ১। মোঃ শাহিন মিয়া, ২। মোঃ সাগর, ৩। মোঃ নুরুন্নবী, ৪। মোঃ জিকরুল ইসলাম এবং ৫। মোঃ আলাউদ্দিন আলাল-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।