রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর এর বিভিন্ন থানা পুলিশ কর্তৃক ৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং বিপুল পরিমানে নকল ব্যান্ডরোল উদ্ধারসহ ০১ জন আসামী গ্রেফতার
প্রকাশের সময়: 31 Oct, 2020


ঘটনা-১ ঃ গত ৩০/১০/২০২০ খ্রি. রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন ২৯ নং ওয়ার্ডের খোর্দ্দ রংপুর আমতলা বাজারস্থ জনৈক মোঃ মজিবর রহমানের চায়ের দোকানের সামনে মাহিগঞ্জ হতে পীরগাছাগামী পাঁকা রাস্তার উপর থেকে ০৫(পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামী মোঃ জাহাঙ্গীর আলম(৩৮), পিতা- মৃত সেকেন্দার আলী, স্থায়ী : গ্রাম- খোর্দ্দ রংপুর, থানা- মাহিগঞ্জ, মহানগর, রংপুর-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে মাহিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্র আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় মামলা রুজু করা হয়।


ঘটনা-২ ঃ গত ২৯/১০/২০২০ খ্রি. রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন মেনাজ বাজার ধুমেরপাড় সাকিনস্থ পলাতক আসামী মোঃ সাইফুল ইসলাম @ সেকেন্দার (৫০), পিতা-মৃত সমছ উদ্দিন, থানা- হারাগাছ, রংপুর এর বসত বাড়ীতে অভিযান চালিয়ে সর্বমোট-

১। ব্যান্ডরোল (৩৫৫০+২২০০)= ৫৭৫০/-(পাঁচ হাজার সাতশত পঞ্চাশ) পিস ব্যান্ডরোল যার মূল্য (৫৭৫০দ্ধ৯.১০) =৫২,৩২৫/- (বায়ান্ন হাজার তিনশত পঁচিশ) টাকা।

২। আড়াই বস্তা নকল মেনাজ বিড়ি (যা এখনও কাগজের প্যাকেটে মোড়ানো হয় নাই) উদ্ধার করা হয়। 

উক্ত মালামাল উদ্ধারসহ পলাতক আসামী সাইফুল ইসলাম এবং অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে হারাগছ থানায়  ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ২৫-অ/২৫-অ(ই) তৎসহ ট্রেড মার্ক আইন ২০০৯ এর ২৬ ধারায় মামলা দায়ের করা হয়।