ঘটনা-১ ঃ গত ২৮/১০/২০২০ খ্রি. রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন মুলাটোল আমতলা মোড়স্থ ফারহান ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপর থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট (যাহার অনুমান মূল্য-৬০০০/- টাকা) বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে আসামী মোঃ বিদ্যুৎ মিয়া (২৫), পিতা- মোঃ রায়হান মিয়া, সাং- গুরাতিপাড়া কবরস্থান রোড, থানা- কোতয়ালী, মহানগর, রংপুর-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্র আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় মামলা রুজু করা হয়।
ঘটনা-২ ঃ গত ২৮/১০/২০২০ খ্রি. রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুaলিশ কর্তৃক উক্ত থানাধীন মিলনপাড়া গ্রামস্থ জনৈক স্বপন মিয়ার বসত বাড়ির আঙ্গিনা থেকে ২০০ (দুইশত) গ্রাম মাদকদ্রব্য শুকনা গাঁজা পরস্পর যোগসাজশে বিক্রয়ের উদ্দেশ্য নিজ দখলে রাখার অপরাধ আসামী ১। মোঃ স্বপন মিয়া (৪০), পিতা-মোঃ আমজাদ হোসেন এবং ২। মোছাঃ গোলসেনুর বেগম (৩৫), স্বামী-মোঃ স্বপন মিয়া, উভয় সাং-ধর্মদাস মিলনপাড়া, থানা-তাজহাট, রংপুর মহানগর, রংপুর-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্র আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়।