গত ২৭-১০-২০২০ খ্রি. রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন ০৭নং ওয়ার্ড গুলালবুদাই জমচওড়া পাড়াস্থ জনৈক মোঃ দুলাল (৬০), পিতা-মৃত হুসেন বারী এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ২০ (বিশ) বোতল ফেন্সিডিল, ওজন (১০০x২০)= ২০০০ মিলি, যাহার মূল্য অনুমান-(১০০০x২০)= ২০,০০০/- (বিশ হাজার) টাকা, একটি ডঅখঞঙঘ খ৩ মডেলের মোবাইল ফোন, যাতে ১টি সীম সংযুক্ত ছিল এবং মাদক বিক্রয়লব্ধ নগদ (২৩২০+৯৭৯০)=১২,১১০/-(বার হাজার একশত দশ) টাকা উদ্ধারসহ আসামী ১। মোঃ তারা মিয়া (৩৮), পিতা- মোঃ শমেস উদ্দিন, স্থায়ী : গ্রাম- মৌভাষা (মুন্সিটারী), থানা- গঙ্গাচরা, রংপুর এবং ২। মোঃ সাইদুল (৩০), পিতা- মৃত আব্দুল লতিফ, স্থায়ী : গ্রাম- গুলাল বুধাই (জমচওড়া), থানা- হারাগাছ, রংপুর-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্র আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৪(খ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়।