ঘটনা-১ ঃ গত ১৯/১০/২০২০ খ্রী. রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন ১ নং কল্যানী ইউনিয়নের তালুক উপাশু মৌজাস্থ নব্দীগঞ্জ বাজার হইতে টেপা মধুপুর গামী পাকা রাস্তার উপর থেকে ২৫০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধারসহ আসামী মোঃ মজিবর রহমান (৪২), পিতা- মোঃ জামাল উদ্দিন স্থায়ী : গ্রাম- গোপাল মৌজা, থানা- কাউনিয়া, রংপুর-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে মাহিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারণি ১৯ (ক) ধারায় মামলা রুজু করা হয়।
ঘটনা-২ ঃ গত ১৯/১০/২০২০ খ্রী. রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন ২৭ নং ওয়ার্ডস্থ আরডিসিসি রোড আর কে ফ্যান ফ্যাক্টরীর সামনে পাকা রাস্তার উপর থেকে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধারসহ আসামী শ্রী জিপু (৩৪), পিতা- মৃত বংশী লাল, সাং- বাবুপাড়া (রেল গেইট), থানা- কোতয়ালী, আরপিএমপি, রংপুর-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারণি ২৪(খ) ধারায় মামলা রুজু করা হয়।
ঘটনা-৩ ঃ গত ১৯/১০/২০২০ খ্রী. রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন মেনাজ বাজার সাকিনস্থ মেসার্স মেনাজ ও পদ্ধা বিড়ির ফ্যাক্টরী থেকে ১৭,৯২০ (সতের হাজার নয়শত বিশ) পিস নকল/জাল সাদৃশ ব্যান্ডরোল যুক্ত মেসার্স মেনাজ ও পদ্মা বিড়ি সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে প্রস্তুত করতঃ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে আসামী মোঃ জিহান (৩৫), পিতা- মৃত জাহিদ হাসান, স্থায়ী : গ্রাম- হারাগাছ (মেনাজ বাজার), থানা- হারাগাছ, মহানগর, রংপুর কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে কোতয়ালী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ২৫-অ/২৫-অ(ই) ধারায় মামলা রুজু করা হয়