অদ্য ১৭-১০-২০২০ খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন এর উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মুত্তাকী ইবনু মিনান এর নির্দেশনায় অতিঃ উপ-পলিশ কমিশনার (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে রংপুর মহানগরীর কোতয়ালী ও হারাগাছ থানাধীন নিম্নবর্ণিত এলাকাগুলোতে অভিযান পরিচালনা করা হয় পৃথক ০৩টি অভিযানে ০৬ জন আসামী গ্রেফতার করা হয়।
ঘটনা ১ঃ
কোতয়ালী থানাধীন পপুলার ডায়াগনস্টিক সেন্টর-১ এর সামনে থেকে রোগীদের ইচ্ছাকৃতভাবে বাধাপ্রদান করতঃ ভীত প্রদর্শন পূর্বক বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার/ক্লিনিকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে মারমুখী আচরণের মাধ্যমে শান্তি বিঘ্নিত করার অপরাধে আসামী ১। মোঃ বাবু মিয়া (৪৬), পিতা- মৃত অব্দুল ওহাব, সাং-শতরঞ্জি পাড়া, ২। মোঃ ছাদিকুল ইসলাম (২৫), পিতা- মোঃ শবজল হোসেন, সাং- শিমুলবাগ, ৩। মোঃ আইয়ুব আলী (৫০), পিতা-মৃত জসিম উদ্দিন, সাং-নিয়ামত উদ্দিন, ৪। মোঃ গোলজার মিয়া (৪৮), পিতা-মোঃ বাবলু মিয়া, সাং-ধাপ শিমুলবাগ, সর্ব থানা-কোতয়ালী মহানগর-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় রংপুর মহানগরী আইন, ২০১৮ এর ৭৮ ধারায় অপরাধ করার অপরাধে ১০২ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়
ঘটনা ২ঃ
কোতয়ালী থানাধীন পায়রা চত্তর অগ্রনী ব্যাংক এর সামনে পাকা রাস্তার উপর হতে আসামী মোঃ জহুরুল ইসলাম (৪৫), পিতা- মৃত মনছুর আলী- মাতা মৃত জহুরা বেগম , সাং- ফর্তা, থানা- মাহিগঞ্জ , ওয়ার্ড নং ২, ইউপি ১ নং কল্যানি আরপিএমপি, রংপুর এর থেকে-৭ টি বক (যাহার ১ টি মৃত) তাকে গ্রেফতার করা হয়। পরবতীতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ রাহাত বিন কুতুব ধৃত আসামীর বিরুদ্ধে বন্য প্রানি সংরক্ষন ২০১২ মুলে ৩৮(২) ধরায় ৩ দিনের জেল ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের জেল আদেশ দেন এবং বক গুলো অবমুক্ত করেন।
ঘটনা ৩ঃ
হারাগাছ থানাধীন বাহার কাছনা বালাটারি এলাকা থেকে ০৩ বোতল ফেনসিডিলসহ আইনের সহিত সংঘাতে জড়িত শিশুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ধারায় মামলা দায়ের প্রক্রিয়া মামলা চলমান।