রংপুর মেট্রোপলিটন পুলিশ রংপুর এর বিভিন্ন থানা পুলিশ কর্তৃক ৪১ বোতল ফেন্সিডিল ও ৪৪০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারসহ ৪৪ জন আসামী গ্রেফতার
প্রকাশের সময়: 05 Oct, 2020


ঘটনা-১ ঃ গত ০৪/১০/২০২০ খ্রিঃ রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন নয়ার বাজার টু জমচওড়া গামী পাকা রাস্তার সংলগ্ন জনৈক মোঃ মশিউর রহমান (৩০), পিতা-মৃত আঃ বাকি এর বাড়ীর সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে ১। ০১ টি সাদা রেকসিনের ব্যাগে মোট ৪১ বোতল কোডিন যুক্ত ফেন্সিডিল, প্রতিটি বোতল ১০০ গ,খ; সর্ব মোট (১০০দ্ধ৪১)=৪১০০ মিলি লিটার, যার মূল্য অনুমান (১০০০দ্ধ৪১)=৪১,০০০/-(এক চল্লিশ হাজার) টাকা, ২। ০১ (এক) টি নাম্বার বিহীন ব্যাটারী চালিত সবুজ রংয়ের অটো ইজিবাইক, যার মূল্য অনুমান ৪৫,০০০/-(পয়তাল্লিশ হাজার) টাকা, ৩। ০১ (এক) টি ঝণগচঐঙঘণ ৎড়ড়ৎা-১৫০ মডেলের কালো রংয়ের মোবাইল যার ওগঊও -১:৩৫৬৮৭৬০৯০১৩৩৩৬৭, ওগঊও -২:৩৫৬৮৭৬০৯০১৩৩৩৭৫, যাতে ০২ (দুই) টি গ্রামীণ সীম, মূল্য অনুমান ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা উদ্ধারসহ আসামী ১. মোঃ তোফাজ্জল হোসেন (৩০), পিতা-মোঃ আনসার আলী, স্থায়ী : গ্রাম -মৌভাষা মুন্সিটারী, থানা-গঙ্গাচড়া, জেলা-রংপুর, কে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত আসামীসহ পলাতক আসামী ১. মোঃ মতিন (২৮), পিতা-মোঃ জয়নাল, সাং-মৌভাষা মুন্সিটারী, স্থায়ী : গ্রাম -মৌভাষা মুন্সিটারী, থানা-গঙ্গাচড়া, জেলা-রংপুর, ২.মোঃ রবিউল ইসলাম (২৫), পিতা-মোঃ নজির হোসেন, স্থায়ী : গ্রাম -বড় রুপাই জমচওড়া, থানা-গঙ্গাচড়া, জেলা-রংপুর জনের বিরুদ্ধে হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১৪(খ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়। 



ঘটনা-২ ঃ গত ০৪/১০/২০২০ খ্রিঃ রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন মহব্বত খাঁ ওমরকুটি গ্রামস্থ ধৃত আসামী মোছাঃ মনিজা বেগম (৪০), স্বামী-মোঃ শামীম @ শফিকুল ইসলাম, স্থায়ী : গ্রাম -হারাগাছ দোওয়ানীপাড়া, থানা-হারাগাছ, রংপুর, এর বসত বাড়ীর  থেকে ২০০ (দুইশত) গ্রাম গাঁজা, মূল্য অনুমান-২০০০/-(দুই হাজার) টাকা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়। 



ঘটনা-৩ ঃ গত ০৪/১০/২০২০ খ্রিঃ রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন পৌরসভাস্থ ০৮নং ওয়ার্ডের মায়ার বাজার কাঠের ব্রীজের পূর্ব পার্শ্বে জনৈক  মন্টু মিয়ার চায়ের দোকানের সামনে কাঁচা রাস্তার উপর থেকে ২০০ (দুইশত) গ্রাম গাঁজা, মূল্য অনুমান-৪০০০/-(চার হাজার) টাকা উদ্ধারসহ আসামী মোঃ ফজলার রহমান (২৮), পিতা- মৃত আমির হক,স্থায়ী : গ্রাম- খলাইঘাট (৭নং রাজাপুর ইউনিয়ন) থানা-লালমনিহাট সদর, জেলা-লালমনিরহাট-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়।


ঘটনা-৪ ঃ গত ০৪/১০/২০২০ খ্রিঃ রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন তালুক পশুয়া মৌজাস্থ মামা ভাগিনা ভুষির ঘরের সামনে নব্দীগঞ্জ হইতে টেপা মধুপুরগামী পাঁকা রাস্তার উপর থেকে ৪০ গ্রাম শুকনা গাঁজা, মূল্য-৮০০/- (আটশত) টাকা উদ্ধারসহ আসামী মোঃ নছের উদ্দিন (৪৫), পিতা- মৃত আছের উদ্দিন, সাং-হরগোবিন্দ (ফতা), উপজেলা/থানা- মাহিগঞ্জ, রংপুর-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়।