ঘটনা-১ ঃ অদ্য ০৪-১০-২০২০ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন এর উপ পুলিশ কমিশনার (ডিবি) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান এর নির্দেশনায় এডিসি ডিবি জনাব, উত্তম পাঠক প্রসাদ এর নেতৃত্বে সহকারী পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ ফারুক আহমেদ, ইন্সপেক্টর (ডিবি) এবিএম ফিরোজ ওয়াহিদ, এস আই মোঃ আবু ছাইয়ুম তালুকদার, এএস আই মোঃ রাহেনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ হারাগাছ থানাধীন হারাগাছ ৮ নং নাগপুর সত্ত মায়াবাজার কাটের ব্রিজের পূর্বপাশে মন্টু মিয়ার চায়ের দোকানের সামনে কাঁচা রাস্তার উপর থেকে ৪০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারসহ আসামী মোঃ ফজলার রহমান(২৮) পিতা- মৃতআমির হক, সাং - খলাইঘাট, ০৭ নং রাজাপুর ইউনিয়ন, থানা- লালমনিরহাট সদর, জেলা- লালমনিরহাট কে হাতেনাতে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে হারাগাছ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের প্রক্রিয়াধিন।
ঘটনা-২ ঃ অদ্য ০৪-১০-২০২০ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন এর উপ পুলিশ কমিশনার (ডিবি) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান এর নির্দেশনায় এডিসি ডিবি জনাব, উত্তম পাঠক প্রসাদ এর নেতৃত্বে সহকারী পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ ফারুক আহমেদ, ইন্সপেক্টর (ডিবি) এবিএম ফিরোজ ওয়াহিদ, এস আই মোঃ গোলাম মোর্শেদ, এস আই মোঃ বাবুল ইসলাম, এস আই মোঃ তসলিম, এসআই নাজমুল সঙ্গীয় ফোর্সসহ কোতয়ালী থানাধীন চারতলা মোড় আবহাওয়া অফিস সংলগ্ন, মাস্টার পাড়া গলির বিতরে জনৈক মোঃ আঃ খালেক এর ভারা বাসা তল্লাশি করে নেশা জাতীয় মাদকদ্রব্য ৫৩ (তিপ্পান্ন) বোতল ফেনসিডিল উদ্ধারসহ আসামী মোছাঃ লাইজু (২৫), স্বামী- মোঃ আঃ রহামান সুমন, সাং - এ/পি মাস্টার পাড়া আবহাওয়া অফিস সংলগ্ন থানা- কোতয়ালী, জেলা- আরপিএমপি কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা প্রক্রিয়াধীন।