রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর এর তাজহাট থানা পুলিশ কর্তৃক মর্ডান মোড় এলাকায় পৃথক পৃথক ০৩ টি অভিযানে মোট ০২ কেজি ১০০ গ্রাম শুকনো গাঁজা ও ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ০৩ জন আসামী গ্রেফতার
প্রকাশের সময়: 01 Oct, 2020


ঘটনা-১ঃ- অদ্য ০১-১০-২০২০ খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর এর উপ-পুলিশ কমিশনার (অপরাধ)  জনাব মোঃ আবু মারুফ হোসেন মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ তাজহাট থানা জনাব মোঃ আখতরুজ্জামান প্রধান এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব রবিউল ইসলাম, এসআই শেখ মোঃ মোস্তফা কামাল, এস আই মোঃ আশরাফুল ইসলাম, এস আই মোঃ ওবায়দুল হক, এস আই মোঃ আইয়ুব আলী এএসআই মোঃ মুনমুন হোসাইন, এএসআই মোঃ শহীদুল হক ও সঙ্গীয় ফোর্সসহ তাজহাট থানাধীন মডার্ণ মোড়স্থ সাহীন হোটেলে এর সামনের পাকা রাস্তার উপর থেকে ১ (এক) কেজি ১০০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধারসহ আসামী ০১। মোঃ আমির হামজা (৪০), পিতা- মোঃ আঃ রহিম, সাং - শিবরাম, থানা - কালীগঞ্জ, জেলা- লালমনিরহাট কে  হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আসামীর বিরুদ্ধে তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ধারায় মামলা দায়ের প্রক্রিয়া চলমান।


ঘটনা-২ঃ- অদ্য ০১-১০-২০২০ খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর এর উপ-পুলিশ কমিশনার (অপরাধ)  জনাব মোঃ আবু মারুফ হোসেন মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ তাজহাট থানা জনাব মোঃ আখতরুজ্জামান প্রধান এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব রবিউল ইসলাম, এসআই শেখ মোঃ মোস্তফা কামাল, এসআই এ,জি,এস আল-আমিন, এএসআই মোঃ মুনমুন হোসাইন ও সঙ্গীয় ফোর্সসহ তাজহাট থানাধীন মডার্ণ মোড়স্থ সাথী হোটেলে এর সামনের পাকা রাস্তার উপর থেকে ১ (এক) কেজি শুকনা গাঁজা উদ্ধারসহ আসামী ০১। মোঃ আশরাফুল ইসলাম (২৬) পিতা- মোঃ মোসলেম উদ্দিন, সাং - বালাটারী, থানা -  ফুলবাড়ি, জেলা- কুড়িগ্রামকে  হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন২০১৮ এর ৩৬(১) এর সারণি ১৯(ক) ধারায় মামলা রুজু হয়। 


ঘটনা-৩ঃ- অদ্য ০১-১০-২০২০ খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর এর উপ-পুলিশ কমিশনার (অপরাধ)  জনাব মোঃ আবু মারুফ হোসেন মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ তাজহাট থানা জনাব মোঃ আখতরুজ্জামান প্রধান এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব রবিউল ইসলাম, এসআই শেখ মোঃ মোস্তফা কামাল, এস আই মোঃ আশরাফুল ইসলাম, এস আই মোঃ ওবায়দুল হক, এস আই এ,জি,এস আল-আমিন, এস আই মোঃ আইয়ুব আলী এএসআই মোঃ মুনমুন হোসাইন, এএসআই মোঃ শহীদুল হকও সঙ্গীয় ফোর্স সহ তাজহাট থানাধীন মডার্ণ মোড়স্থ ডায়মন্ড হোটেলে এর সামনের পাকা রাস্তার উপর থেকে ১৫ (পনের) বোতল ফেন্সিডিলসহ আসামী ০১। মোঃ মিশু ইসলাম @ মমিন  (১৮), পিতা- মোঃ শফিকুল ইসলাম, সাং - চাকলমা মধ্যপাড়া, থানা - শিবগঞ্জ, জেলা- বগুড়া কে  হাতেনাতে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ধারায় মামলা দায়ের প্রক্রিয়া চলমান।