গত ২৩/০৯/২০২০ খ্রিঃ ভোর ৫.৫৬ ঘটিকায় গ্র্যান্ড প্যালেস হোটেল এন্ড রিসোর্টস লিমিটেডের অপারেশন ম্যানেজারের ই-মেইলে অজ্ঞাতনামা ব্যক্তিরা ই-মেইল করে জানান যে, গ্রান্ড প্যালেস হোটেলের সার্ভার হ্যাক করা হয়েছে এবং তাদের কাছে ব্যাকআপ আছে। অজ্ঞাত আসামীরা ই-মেইলে তাদের সহিত যোগাযোগ করতে বলে। যোগাযোগ না করলে তাদের কাছে থাকা অফিশিয়াল আইডি হ্যাক করে বড় ধরনের ক্ষতি করবে। পরবর্তীতে অজ্ঞাতনামা আসামিরা গ্রান্ড প্যালেস এর ম্যানেজারের অফিশিয়াল নাম্বারে ফোন করে একটি বিকাশ নাম্বার দেয় এবং ৪৫,০০০/- টাকা পাঠাতে বলে। উক্ত টাকা না পাঠালে তাদের সার্ভারে থাকা গুরুত্বপূর্ণ তথ্য অন্যত্র বিক্রি করে দেবে বলে হুমকি প্রদর্শন করে।
উক্ত ঘটনার প্রেক্ষিতে অদ্য ২৮-০৯-২০২০ খ্রিঃ রংপুর মেট্রোপলিটন এর উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জনাব মোঃ আবু মারুফ হোসেন মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুর রশিদ, ইন্সপেক্টর (তদন্ত) জনাব মোঃ রাজিফুজ্জামান বসুনিয়া, এসআই মোঃ রফিকুল ইসলাম, এসআই মোঃ এরশাদ আলী, এসআই মোঃ আমিনুল ইসলাম সহ কোতয়ালী থানা টিম মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত আসামী ১। মোঃ আক্তারুজ্জামান মারুফ (২৮), ২। মোঃ মাসুদুর রহমান রোমান (২৯) ও ৩। লিয়ন হাসান (৩০) কে গ্রেফতার করা হয় এবং ১। কম্পিউটার পিসি ০২ টি, ২। মনিটর ০২ টি, ৩। পেনড্রাইভ ০১ টি, ৪। USB ওয়াইফাই এডাপ্টার ও ৫। মোবাইল ফোন ০৫ টি জব্দ করা হয়।