অদ্য ২৬-০৯-২০২০খ্রিঃ রাত অনুমান ০০.৩৫ ঘটিকা রংপুর মেট্রোপলিটন পুলিশ রংপুর এর উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জনাব মোঃ আবু মারুফ হোসেন এর নির্দেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জনাব মোঃ শহিদুল্লাহ কাওসার এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) জনাব মোঃ আলতাফ হোসেন সাহেব, অফিসার ইনচার্জ, কোতয়ালী থানা জনাব মোঃ আব্দুর রশিদ এবং ইন্সপেক্টর (তদন্ত) জনাব মোঃ রাজিফুজ্জামান বসুনিয়া এর কর্ম-পরিকল্পনায় এসআই (নিঃ) মোঃ আমিনুল ইসলাম, নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ি, এসআই নিরস্ত্র মামুনুর রশিদ, পিপিএম-সেবা, এসআই নিরস্ত্র এরশাদ আলী, এসআই নিরস্ত্র স্বপন কুমার এএসআই নিরস্ত্র আমিনুল সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় আরপিএমপি, রংপুর কোতোয়ালি থানাধীন ২৩ নং ওয়ার্ড এর রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে একটি স্টিলের তৈরি নান চাকু, একটি একধার বিশিষ্ট লোহার তৈরি ধারালো ছোরা, একটি স্টিলের পাইপের হাতল বিশিষ্ট চাইনিজ কুড়াল, দুইটি লোহার পাইপ,পাঁচটি বাঁশের লাঠি ও ১৫ ফুট লম্বা পাঁচটি লাইলনের রশি উদ্ধারসহ আসামী ১। মোঃ রায়হান বরকত উল্লাহ পরাগ (২৩) পিতা মোঃ আব্দুল গফুর সাং- সেন পাড়া প্রাইমারি স্কুলের পিছনে, থানা-কোতয়ালি,আরপিএমপি রংপুর ২। মোঃ আব্দুল্লাহ আল মওরফে রুবেল (৩০) পিতা-মোঃ মোস্তাফিজুর রহমান সাং-পূর্ব দেবু ভাতিপাড়া থানা- পীরগাছা, জেলা-রংপুর-কে গ্রেফতার করেন এবং গ্রেফতারকৃত আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় ১৯৭৪ সালের অস্ত্র আইন সংশোধনী (২০০২) এর ১৯ (ক)(চ) ধারা ও দন্ডবিধি ৩৯৯/৪০২ ধারায় পৃথক দুইটি মামলা রুজু করা হয়।