অদ্য ২২-০৯-২০২০ খ্রিঃ মেট্রোপলিটন পুলিশের সুযোগ্য পুলিশ কমিশনার জনাব মোঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয়ের নির্দেশে আরপিএমপি, রংপুর এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে সেবা পক্ষ উপলক্ষে রংপুর মহানগরীর মানুষ যাতে বিনামূল্যে করোনা পরীক্ষা করাতে পারে সেজন্য রংপুর মেডিকেল মোড় যাত্রী ছাউনিতে ফ্রি করোনা (কোভিড-১৯) পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু সুফিয়ান। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জনাব মোঃ আবু মারুফ হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ মেনহাজুল আলম, অতিঃ উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), সহকারী পুলিশ কমিশনার(ট্রাফিক উত্তর/দক্ষিন), ট্রাফিক ইন্সপেক্টর এবং সিটি কর্পোরেশনের চিকিৎসক দল।