রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর এর বিভিন্ন থানা পুলিশ কর্তৃক ৫০ গ্রাম শুকনো গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার এবং পরোয়ানাভুক্তসহ মোট ১৪ জন আসামীকে গ্রেফতার করা হয়।
প্রকাশের সময়: 22 Sep, 2020


ঘটনা-১ ঃ গত ২১/০৯/২০২০ খ্রিঃ রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন চিলমন মধ্যপাড়াস্থ জনৈক মোঃ সৈয়দ আলী, পিতা মোঃ আলী হাজী এর বাঁশঝাড় (চড়ক ডাংগা) এর ভিতরে অভিযান পরিচালনা করে ২৫ (পঁচিশ) গ্রাম শুকনা গাঁজা উদ্ধারসহ আসামী মোঃ মশিয়ার রহমান (৩০), পিতা মৃত আব্দুল কাশেম, সাং-চিলমন মধ্যপাড়া, থানা-হারাগাছ, রংপুর মহানগর, রংপুর-কে  গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯ (ক) ধারায় মামলা রুজু করা হয়।


ঘটনা-২ ঃ গত ২১/০৯/২০২০ খ্রিঃ রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন আমবাগান সাকিনস্থ মোঃ লিজু মিয়ার পশ্চিম ভিটির পানের দোকান থেকে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামী মোঃ লিজু মিয়া (৩০), পিতা আব্দুল রহিম, মাতা-মোছাঃ রওশানারা, সাং-নিউ মুন্সিপাড়া চেংটারী, থানা-হারাগাছ, আরপিএমপি, রংপুর-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) সারণী এর ১০ (ক) ধারায় মামলা রুজু করা হয়।

ঘটনা-৩ ঃ গত ২১/০৯/২০২০ খ্রিঃ রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন রংপুর কেন্দ্রিয় কারাগার মেইন গেইট হইতে অনুমান ৩০০ গজ পশ্চিমে রংপুর টু সৈয়দপুর গামী পাকা রাস্তার উপর থেকে ২৫ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারসহ আসামী শ্রী সুকুমার দেবনাথ (৩৫), পিতা- শ্রী গনেশ দেবনাথ, সাং কেল্লাবন্দ যুগীপাড়া, থানা- কোতয়ালী, আরপিএমপি, রংপুর-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) সারণী এর ১৯ (ক) ধারায় মামলা রুজু করা হয়।

*রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন বিভিন্ন থানা পুলিশ কর্তৃক গত ২১/০৯/২০২০ খ্রিঃ বিভিন্ন মামলায় এবং গ্রেফতারী পরোয়ানাভূক্ত কোতয়ালী থানায়-০৬ জন, তাজহাট থানায়-০৩ জন, হারাগাছ থানায়-৪ জন এবং পরশুরাম থানায়-০১ জনসহ মোট-১৪ জন আসামীকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

*গত ২১/০৯/২০২০ খ্রিঃ রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ (উত্তর ও দক্ষিণ) এবং সকল থানার চেকপোস্ট ডিউটি কর্তৃক সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ৯৪ টি মামলা দায়ের করা হয়।