রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর এর গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ৪ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ০২ জন আসামী গ্রেফতার
প্রকাশের সময়: 18 Sep, 2020

ঘটনা-১ঃ অদ্য ১৮/০৯/২০২০ খ্রিঃ রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক পরাশুরাম থানাধীন ৫ নং ওয়ার্ডস্থ সামলার বাজার চিলারঝাড় জনৈক মোঃ আব্দুল হাকিম, পিতা-মৃত গয়স উদ্দীন এর দোকান সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে ২ বোতল ফেন্সিডিলি, ১ টি মোবাইল ফোন এবং ১ টি চার্জার অটো জব্দসহ আসামী মোঃ শাহ আলম (৩২), পিতা- মৃত তাসির উদ্দীন, সাং- চওড়ার হাট, থানা- হারাগাছ, মহানগর, রংপুর-কে গ্রেফতার করা হয়  গ্রেফতারকৃত আসামীসহ পলাতক আসামীর বিরুদ্ধে পরশুরাম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনির ১৪(ক)/৩৮/৪১ ধারায় মামলা দায়েরের  প্রক্রিয়া চলমান।




ঘটনা-২ঃ অদ্য ১৮/০৯/২০২০ খ্রিঃ রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক হারাগাছ থানাধীন চওড়ারহাট বাজারের পার্শ্বে বেনুঘাট মিয়াজিপারা জনৈক মোঃ মাসুম মেম্বার এর বারী সংলগ্ন জামে মসজিদের সামনে  চলাচলের কাঁচা রাস্তার উপর থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ০২ (দুই) বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত আসামীসহ পলাতক আসামীর বিরুদ্ধে হারাগাছ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনির   ১৪(ক)/৪১ ধারায় মামলা দায়েরের  প্রক্রিয়া চলমান।