গত ৩০/০৮/২০২০ খ্রিঃ রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর এর সুযোগ্য পুলিশ কমিশনার জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয় এর নির্দেশে মাহিগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে উক্ত থানার এসআই(নিরস্ত্র)/মোঃ মাজহারুল ইসলাম, এএসআই/মোঃ পেয়ারুল ইসলাম, এএসআই/মোঃ নাহীদ হাসান সঙ্গিয় অফিসার ও ফোর্সসহ মাহিগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালে নাছনিয়া মৌজাস্থ রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের চায়না হল মোড়ে ০৪ কেজি গাঁজা ও একটি অটোসহ আসামী ১। মোঃ মোমদেল মিয়া (৩৫) পিতা-মৃতঃ মফিল উদ্দিন, সাং-মনোয়ারপুর শিঙ্গীমারী, থানা-কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর ২। মোঃ আরিফুল ইসলাম (২৯), পিতা-মৃতঃ আফজাল হোসেন, সাং-যাদুপপুর, থানা-সদর জেলা-রংপুর ৩। মোঃ শাহাব উদ্দিন (১৯) পিতা-মোঃ এমদাদুল হক, সাং-পশ্চিম ফুলমতি, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রামকে হাতে নাতে গ্রেফতার করেন।