রংপুর মেট্রোপলিটন পুলিশের বিট পুলিশিং এর শুভ উদ্বোধন
প্রকাশের সময়: 01 Sep, 2020

অদ্য ০১/০৯/২০২০ খ্রিঃ ১২.০০ ঘটিকায় রংপুর মহানগরীর রামপুরা সাতগাড়া এলাকায় কোতয়ালী থানার ৫ নম্বর বিট কার্যালয়ে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে 'বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি' স্লোগানকে সামনে রেখে বিট পুলিশিং এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরপিএমপি, রংপুর এর সুযোগ্য পুলিশ কমিশনার জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম ।
পুলিশি সেবা জনগণের নিকট পৌছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করার উদ্দেশ্যে রংপুর মেট্রোপলিটন এলাকার প্রতিটি থানাকে ওয়ার্ড/ইউনিয়ন ভিত্তিক এক বা একাধিক বিটে ভাগ করে রংপুর মেট্রোপলিটন পুলিশে ২৪ ঘণ্টা পুলিশি সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে।



আরপিএমপির ৬টি থানায় এক যোগে অতিঃ পুলিশ কমিশনার জনাব মোঃ আবু সুফিয়ান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি), উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন), উপ-পুলিশ কমিশনার (অপরাধ), উপ-পুলিশ কমিশনার (ডিবি), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভলপমেন্ট), সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং সকল সহকারী পুলিশ কমিশনারগণ রংপুর মহানগরীর ৫৫ টি বিটে এই উদ্বোধন কার্যক্রমে অংশগ্রহণ করেন।