আরপিএমপি’র গোয়েন্দা বিভাগ কর্তৃক ০২ জন আসামী গ্রেফতার
প্রকাশের সময়: 13 Aug, 2020

অদ্য ১৩/০৮/২০২০খ্রিঃ ১৭.৩০ ঘটিকার সময় আরপিএমপি’র গোয়েন্দা বিভাগ কর্তৃক কোতয়ালী থানার মামলা নং-১৪, তারিখঃ ০৬/০৮/২০২০খ্রিঃ, ধারাঃ ৩৬৫/৩৮৫/৩৮৬/৩৪ পেনাল কোড এর এজাহার নামীয় দুইজন আসামী ১) মোঃ আরিফ হাসান লিমন (৩৪) ২) মোঃ গোলজার হোসেন@ বাবু(৩১), ইসলামবাগ আরকে রোড, উভয়ের থানা- কোতয়ালী, আরপিএমপি রংপুরদের গ্রেফতার করা হয়।

ঘটনার বিবরণীতে জানা যায়, মামলার বাদী বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড এ চাকরী করেন। উক্ত কোম্পানী "আকাশ" ব্রান্ডের মাধ্যমে ডিটিএইচ সেবা প্রদান করে আসছে। উক্ত কোম্পানির ডিস্ট্রিবিউটর প্রগতি এন্টারপ্রাইজ এর মালিক সুমন রায়কে এজাহার নামীয় আসামীদ্বয় সহ অজ্ঞাতনামা ৩/৪ জন আসামি গত ২০/০৬/২০২০ তারিখ ১৭.৩০ ঘটিকায় মোটরসাইকেল যোগে অপহরণ করে নিয়ে যায় এবং পরবর্তীতে আসামীরা তাকে ভয় ভীতি দেখিয়ে তার নিকটে থাকা ২৫০০/-টাকা নিয়ে নেয়। এরপর প্রায় ১৮.৩০ ঘটিকায় ছেড়ে দেয়।



বাদীর উক্ত এজাহারের ভিত্তিতে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের হয়। আরপিএমপি’র পুলিশ কমিশনার জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয়ের নির্দেশে মামলাটির তদন্তভার মেট্রোপলিটন গোয়েন্দ বিভাগ প্রাপ্ত হলে ডিসি (ডিবি) জনাব আবু মারুফ হোসেন এর নির্দেশনায়, এডিসি (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক রাজেশ কুমার চক্রবর্তী, এস আই বাবুল, এসআই মোর্শেদ সঙ্গীয় অফিসার ফোর্স সহ অদ্য ১৩/০৮/২০২০ তারিখ ১৭.৩০ ঘটিকায় কোতয়ালি থানাধীন আরকে রোডস্থ (চেক পোস্ট) সংলগ্ন মোহনা হাউজিং বিল্ডিং সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে মামলার ঘটনার সাথে জড়িত দুইজন আসামীকে গ্রেফতার করেন।