রংপুর নগরীর তাতিপাড়া এলাকায় অটোচালক হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেফতার।*
প্রকাশের সময়: 27 Jan, 2026

*প্রেস রিলিজ*

রংপুর মেট্রোপলিটন পুলিশ

তারিখঃ ২৭/০১/২০২৬ খ্রি.


*বিষয়ঃ রংপুর নগরীর তাতিপাড়া এলাকায় অটোচালক হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেফতার।*


রংপুর নগরীর তাতিপাড়া এলাকায় মনোমালিন্যের জেরে বাগবিতণ্ডার একপর্যায়ে বন্ধুর চাবির আঘাতে আমিনুল ইসলাম নামে এক অটোচালক নিহত হওয়ার ঘটনায় রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাৎক্ষণিকভাবে তদন্ত কার্যক্রম জোরদার করে।


ঘটনার পরপরই অভিযুক্ত বন্ধু বিজয় ঘটনাস্থল ত্যাগ করে আত্মগোপনে চলে যায়। রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায় ডিবি বিভাগের একটি চৌকস টিম, ডিসি (ডিবি)-এর তত্ত্বাবধানে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।


অভিযানে হত্যাকাণ্ডের মূল আসামি বিজয় মোহান্ত (৩১), পিতাঃ বিশু মোহান্ত, সাং- কামাল কাছনা, বৈরাগীপাড়া-কে রংপুর জেলার তারাগঞ্জ থানা এলাকা হতে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যান্য বিষয় তদন্তাধীন।


রংপুর মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর জানমাল রক্ষায় সর্বদা তৎপর রয়েছে এবং যেকোনো অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর।


মিডিয়া সেল 

রংপুর মেট্রোপলিটন পুলিশ।