গত ২৪ ঘন্টায় রংপুর মেট্রোপলিটন পুলিশের পৃথক পৃথক অভিযানে অবৈধ নেশাজাতীয় গাঁজা উদ্ধারসহ, জুয়াড়ী, ছিনতাই মামলার আসামী ও পরোয়ানাভুক্ত মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে
প্রকাশের সময়: 20 Jan, 2026

*প্রেস রিলিজ*

*আরপিএমপি, ২০ জানুয়ারী ২০২৬ খ্রি:*


বিষয়: গত ২৪ ঘন্টায় রংপুর মেট্রোপলিটন পুলিশের পৃথক পৃথক অভিযানে অবৈধ নেশাজাতীয় গাঁজা উদ্ধারসহ, জুয়াড়ী, ছিনতাই মামলার আসামী ও পরোয়ানাভুক্ত মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। 


রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ ডিবি, কোতয়ালী থানাধীন ওয়ার্ড নং-২২, বালাপাড়া (২০ মেঘাওয়াট) এলাকায় অভিযানে পরিচালনা করে ৫০০ গ্রাম নেশাজাতীয় মাদবদ্রব্য গাঁজাসহ ০১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী মোঃ শাকিল মিয়া (২৪), পিতা মৃত-নজরুল ইসলাম, সাং-বালাপাড়া (২০ মেঘাওয়াট) ওয়ার্ড নং-২২, থানা-কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর।


এছাড়াও রংপুর মেট্রোপলিটন থানা পুলিশ মোট ০৬ টি ওয়ারেন্ট তামিল করে, প্রসিকিউশন মূলে ০২ জন, জুয়া খেলার অপরাধে ০২ জন ও ছিনতাই মামলার ০১ জন আসামী-কে গ্রেফতার করে।


*তাজহাট থানাঃ*

তাজহাট থানার মামলা নং-১৭, তাং-১৭/১১/২৫ খ্রিঃ, ধারা- ৩৯২ পেনাল কোড মূলে থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ শাহজাহান (৩০), পিতা-মোখলেস মিয়া, মাতা-সালমা বেগম, সাং-পূর্ব ফকিরা, ডাক-বড়দরগাহাট, থানা-পীরগাছা, জেলা-রংপুরকে গ্রেফতার করা হয়।

এছাড়াও তাজহাট থানাধীন গলাকাটা মোড়ে প্রকাশ্য স্থানে উপস্থিত জনসাধারণের সাথে ইচ্ছাকৃতভাবে অশালীন ভাষা ব্যবহার করিয়া মারমুখি আচরণ করার জন্য, ৩২ নং ওয়ার্ড  রংপুর মডেল কলেজের মাঠের ভিতরে মাদকদ্রব্য সেবন করার জন্য এবং ওয়ারেন্ট মূলে মোট ০৩ জন কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেনঃ ১। মোঃ ফরিদুল ইসলাম (৩০), পিতা-দবিরুল ইসলাম, সাং-বনগাঁও, থানা-হরিপুর, জেলা-ঠাকুরগাঁও। ২। মোঃ রাসেল মিয়া (৩০), পিতা-মোঃ সেকেন্দার আলী, মাতা-মোছাঃ আয়শা খাতুন, সাং-ধর্মদাস মুসলিমপাড়া, থানা-তাজহাট, রংপুর, মহানগর রংপুর। ৩। মোঃ জামরুল হক, পিতা-মৃত আজহার আলী, সাং-এরশাদ নগর ৩নং ক্যাম্প, থানা-কোতয়ালী, মহানগর রংপুর।

 


*হারাগাছ, পরশুরাম ও কোতয়ালী থানাঃ*

উপরোক্ত থানার পৃথক পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত মোট ০৫ জন আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা হলেনঃ ১। মোঃ শরিফুল ইসলাম (৪০), পিতা-মৃত ওজর  আলী, সাং-গুলাল বুদাই, ২। মোঃ আয়নাল হক (৬৫), পিতা-মৃত নাইম উদ্দিন, সাং-ধুমেরকুঠি, উভয় থানা-হারাগাছ রংপুর মহানগর, রংপুরদ্বয়কে তাদের নিজ বাড়ি হইতে গ্রেফতার করা হয়।

১। মোছাঃ নুর নাহার বেগম,স্বামী-মোঃ গাফ্ফার মিয়া, ২। নরুল আমিন, পিতা-গাফ্ফার মিয়া, উভয়সাং-পান্ডারদিঘী, পোঃ-খটখটিয়া, থানা+জেলা-রংপুর এবং মোঃ সাঈদ আহম্মদ, পিতা-মোঃ মাজেদুল ইসলাম, সাং-সদর হাসপাতাল কোয়ার্টার ক্যাম্পাস, থানা-কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর।


*হাজীরহাট থানা*

হাজীরহাট থানাধীন মন্থনা ভাংডির পাড়স্থ পানি উত্তোলনের সেচ পাম্প সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করে জুয়া খেলার আসর হইতে ০২ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন ১। মোঃ মাহাবুল হক (৩৩), পিতা-মোঃ বাবুল মিয়া, মাতা-মোছাঃ মাজেদা বেগম, ২। মোঃ জাহেদুল ইসলাম (৪৫), পিতা-মোঃ আজিজার রহমান, মাতা-মোছাঃ জাহেদা বেগম, উভয়ের সাং-মন্থনা (টেনারী পাড়া), থানা-হাজীরহাট, রংপুর মহানগর।



সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে রংপুর মেট্রোপলিটন পুলিশ মহানগর এলাকায় মাদক নির্মূল, অপরাধ, দমন ও পলাতক আসামীদের গ্রেফতারে নিয়মিত অভিযান, চেকপোস্ট তল্লাশি ও টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। 


*মিডিয়া সেল*

*রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর।*