গত ২৪ ঘন্টায় রংপুর মেট্রোপলিটন পুলিশের পৃথক পৃথক অভিযানে মাদকসেবী, পরোয়ানাভুক্ত ও অনলাইন ক্যাসিনো খেলার আসামীসহ মোট ১৫ জন আসামী
প্রকাশের সময়: 18 Jan, 2026

*প্রেস রিলিজ*

*আরপিএমপি, ১৮ জানুয়ারী ২০২৬ খ্রি:*


বিষয়: গত ২৪ ঘন্টায় রংপুর মেট্রোপলিটন পুলিশের পৃথক পৃথক অভিযানে মাদকসেবী, পরোয়ানাভুক্ত ও অনলাইন ক্যাসিনো খেলার আসামীসহ মোট ১৫ জন আসামী গ্রেফতার। 


রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ ডিবি পুলিশ, হাজীরহাট থানাধীন ওয়ার্ড নং-১০ জেলেপাড়া চৌরাস্তার মোড়ে অভিযানে পরিচালনা করে ০৫ (পাঁচ) পিস ইয়াবাসহ ০২ (দুই) জন আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী হলেনঃ ১। মোঃ আশিক বাবু (১৯), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, মাতা-মোছাঃ আশরিফা বেগম, ২। মোঃ মরিনরুল ইসলাম (২২), পিতা-মোঃ আঙ্গুর মিয়া, মাতা-মোছাঃ মজিদা খাতুন, উভয় সাং-বখতিয়ারপুর আদর্শগ্রাম, থানা-হাজীরহাট, রংপুর মহানগর, রংপুর। 


এছাড়াও রংপুর মেট্রোপলিটন থানা পুলিশ মোট ০৭ টি ওয়ারেন্ট তামিল করে, মাদকসেবনের অপরাধে ০৪ জন ও অনলাইন ক্যাসিনো জুয়া খেলার অপরাধে ০২ জন আসামীকে গ্রেফতার করে।


*তাজহাট থানাঃ*

ওয়ারেন্টমূলে গ্রেফতারকৃত আসামী হলেনঃ মোঃ আক্কাস আলী, পিতা-মৃত আব্দুল করিম মন্ডল, সাং-দর্শনা পাহাড়ী ডাঙ্গীরপাড়া, থানা-তাজহাট, রংপুর মহানগর, রংপুর। এবং গাজা সেবনের অপরাধে ০৩ জন আসামী গ্রেফতার করে। তারা হলেনঃ ১। মোঃ রকি ইসলাম (২০), পিতা-মোঃ মনা মিয়া, মাতা-মোছাঃ মরিয়ম বেগম, ২। মোঃ জিল্লুর রহমান বাধন (২৩), পিতা-মোঃ আনিসুর রহমান, মাতা-মোছাঃ জাহানারা বেগম, উভয় সাং-তাজহাট লিচু বাগান, থান- তাজহাট, ৩। মোঃ মহিদ হক তাসিন (২১), পিতা-মোঃ মোজাম্মেল হক, মাতা-আইরিন পারভীন, সাং-নিমবাগান মুন্সিপাড়া, থানা-সৈয়দপুর, জেলা-নীলফামারী।


*কোতয়ালী থানা*

সিআর সাজার (৬ মাসের সাজা এবং ৪ লক্ষ টাকা জরিমানা) পলাতক আসামী ১।মোঃ জিয়াউর রহমান, পিতা-মৃত মহিয়ার রহমান (মজিবর রহমান), সাং-কেরানীপাড়া, ২। মোঃ সুজন মিয়া, পিতা-মৃত হাসমত, সাং-আলমনগর, সর্ব থানা-কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর। 


*মাহিগঞ্জ থানা*

সিআর-০১, জিআর-০১ ও প্রসিকিউশন-০১ মোট ০৩ জন আসামীকে গ্রেফতার করেছে মাহিগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেনঃ ১। মোঃ সাগর মিয়া (২২), পিতা-মোঃ রমজান আলী, সাং-বীরভদ্র বালাটারী, ২। মোঃ আব্দুস সামাদ (৫৫), পিতা-মৃত তছির উদ্দিন, সাং-আজিজুল্লা, ৩। মোঃ আবুল হোসেন (৩২), পিতা-মোঃ মজিবর রহমান, মাতা-মোছাঃ হোসনে আরা বেগম, সাং-মাহিগঞ্জ (ফকিরা পূর্ব), সর্ব থানা-মাহিগঞ্জ, রংপুর মহানগর, রংপুর।


*পরশুরাম ও হাজীরহাট থানাঃ*

দুই থানার পৃথক অভিযানে সিআর মূলে ০১ জন করে মোট ০২ জন আসামী গ্রেফতার করা হয়। তারা হলেনঃ মোঃ ফরিদুল ইসলাম, পিতা-মাহাবুবার রহমান, সাং-সাকিন বুড়িরহাট ফার্ম, থানা-কোতয়ালী, জেলা-রংপুর। এবং মোঃ বাদল মিয়া, পিতা-মোঃ আকবর হোসেন, সাং-উত্তম হাজীপাড়া, থানা-হাজীরহাট, রংপুর মহানগর, রংপুর। 


*হারাগাছ থানা*

হারাগাছ থানাধীন মায়াবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কিছু লোক মোবাইল ফোনের মাধ্যমে সাইবার স্পেসে প্রবেশ করে অনলাইনে জুয়া খেলছে। উক্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ০২ জন আসামীকে গ্রেফতার করা হয়। তারা হলেনঃ ১। মোঃ ফারহাতুল ইসলাম ফাহিম (২০), পিতা-মোঃ আজিজুল ইসলাম, মাতা-মোছাঃ ফরিদা বেগম, সাং- পূর্ব হরিণটারী জুম্মাপাড়া, ২। মোঃ আশরাফুল ইসলাম (৪০), পিতা-মৃত আঃ সাত্তার, মাতা-মৃত মর্জিনা, সাং-মায়াবাজার চর, উভয় থানা-হারাগাছ, রংপুর মহানগর, রংপুর। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এর ২০ মামলা রুজু করা হয়েছে।  




সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে রংপুর মেট্রোপলিটন পুলিশ মহানগর এলাকায় মাদক নির্মূল, অপরাধ, দমন ও পলাতক আসামীদের গ্রেফতারে নিয়মিত অভিযান, চেকপোস্ট তল্লাশি ও টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। 


*মিডিয়া সেল*

*রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর।*