রংপুর মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান: জুয়া খেলা সহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেফতার।*
প্রকাশের সময়: 24 Nov, 2025

*প্রেস রিলিজ*

_আরপিএমপি। ২৪ নভেম্বর ২০২৫ খ্রি._


*বিষয়ঃ রংপুর মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান: জুয়া খেলা সহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেফতার।*


রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী, পরশুরাম ও হারাগাছ থানা পৃথক অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত, সাজাপ্রাপ্ত ও জুয়া মামলার মোট ৮ জন আসামীকে গ্রেফতার করেছে।


*কোতয়ালী থানার অভিযান:* _পলাতক দুই আসামী গ্রেফতার_


২৩ নভেম্বর রাতভর নিয়মিত অভিযান ও ওয়ারেন্ট তামিল কার্যক্রমের অংশ হিসেবে কোতয়ালী থানা পুলিশ নারী ৪৫/২৫ মামলার দুইটি পরোয়ানার ভিত্তিতে পলাতক আসামী মোঃ রাশেদুল ইসলাম এবং এনজিআর ৪৩৩/২৪ মামলার আসামী মোঃ নুরুল আলমকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।


*পরশুরাম থানার পৃথক দুই অভিযানে দুইজন গ্রেফতার*


২৪ নভেম্বর ভোরে পরশুরাম থানা এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করা হয়।


প্রথম অভিযান (CR পরোয়ানা):

কোবারু কলেজপাড়া এলাকা থেকে CR পরোয়ানাভুক্ত আসামী মোঃ জাহেদুল-কে এএসআই এরশাদুল হক অভিযান চালিয়ে গ্রেফতার করে।


দ্বিতীয় অভিযান (GR পরোয়ানা):

একই এলাকায় GR পরোয়ানাভুক্ত আসামী শ্রী সুধীর চন্দ্র-কে এসআই মনিরুল ইসলামের গ্রেফতার করে।


*হারাগাছ থানার দুই অভিযানে সাজাপ্রাপ্তসহ পাঁচজন গ্রেফতার*


হারাগাছ থানা ২৪ নভেম্বর দুটি পৃথক অভিযান পরিচালনা করে।


১. সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার


হারাগাছ থানার বানুপাড়া এলাকা থেকে দায়রা নং-১২৯৮/২৫ মামলার সাজাপ্রাপ্ত ও সিআর নং-১২৯৮/২৫ মামলার পলাতক আসামী মোঃ নাজমুল হক-কে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।


*২. জুয়া বিরোধী বিশেষ অভিযান—চারজন গ্রেফতার*


২৩ নভেম্বর রাতে হরিরামমল এলাকার একটি পতিত জমিতে টাকা দিয়ে ডাবু খেলার জুয়ার আসর চলছিল—এমন খবর পেয়ে এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই চারজনকে হাতে নাতে আটক করা হয়।


গ্রেফতার ব্যক্তিরা হলেন—

১) মোঃ গফুর (৪৫)

২) মোঃ আফসারুল ইসলাম (৬৫)

৩) মোঃ এহসান উদ্দিন (৫৫)

৪) মোঃ মনারুল ইসলাম (৩২)


অভিযানে নগদ ৯০০ টাকা, ১টি ডাবু, ৬টি ডাবুর গুটি জব্দ করা হয়।

রংপুর মহানগরী পুলিশ আইন ২০১৮ এর ৯৩ ধারায় প্রসিকিউশন দাখিল করে আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।


পুলিশ কমিশনার মহোদয়ের সার্বিক নির্দেশনায় রংপুর মেট্রোপলিটন এলাকায় নিয়মিত অভিযানে পলাতক, সাজাপ্রাপ্ত এবং জুয়া খেলার অপরাধে মোট ৮ জন আসামী গ্রেফতার হয়েছে।


আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ইউনিট দিনরাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।


_*মিডিয়া সেল*_

_*রংপুর মেট্রোপলিটর পুলিশ*_