পূর্ণিমা হত্যা মামলার দুজন আসামী গ্রেফতার
প্রকাশের সময়: 10 Aug, 2020

গত ২৫/০৭/২০২০খ্রিঃ তারিখ সকাল আনুমানিক ১১.৩০ ঘটিকার সময় হাজীরহাট থানা পুলিশ সংবাদ পায় যে, ১৩ থেকে ১৪ বছরের পূর্ণিমা নামে একটি মেয়ে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

উক্ত সংবাদ প্রাপ্তির পর ডিসি(অপরাধ) কাজী মুত্তাকী ইবনু মিনান এর তত্বাবধানে এডিসি (অপরাধ) মোঃ শহিদুল্লাহ কাউছার পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ হাজীরহাট থানা পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেন।


পরবর্তীতে ঘটনার সহিত জড়িত আসামী সুরজিত চন্দ্র রায়@ সুজিত এবং শ্যামল কে গ্রেফতার করে হাজীরহাট থানা পুলিশ।

আসামী সুরজিত চন্দ্র রায়@ সুজিত বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

এ ঘটনায় হাজীরহাট থানার মামলা নং-০৯, তারিখ-২৫/০৭/২০২০খ্রিঃ, ধারাঃ- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন(সংশোধনী-২০০৩) এর ৯(১)/৯-ক ধারা রুজু করা হয়।

তদন্ত অব্যাহত আছে।