হারাগাছ থানার পৃথক অভিযানে ৫ জুয়াড়ি গ্রেফতার
প্রকাশের সময়: 17 Nov, 2025

*প্রেস রিলিজ*

আরপিএমপি। ১৭ নভেম্বর ২০২৫ খ্রি.


হারাগাছ থানার পৃথক অভিযানে ৫ জুয়াড়ি গ্রেফতার


রংপুর মহানগরীর হারাগাছ থানার এলাকায় বিশেষ অভিযানে টাকার বিনিময়ে জুয়া খেলার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিসি ক্রাইমের নির্দেশনায় এবং হারাগাছ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে সোমবার (১৬ নভেম্বর ২০২৫) বিকেলে থানার দুইটি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।


থানার সাধারণ ডায়রি নং-৬৩৮, তাং-১৬/১১/২০২৫ খ্রিঃ এর ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় এএসআই ও ফোর্সসহ মায়াবাজার বাধেরপাড় এলাকার তিস্তা নদীর পাড়ে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই তিনজনকে হাতে নাতে আটক করা হয়। গ্রেফতাররা হলেন—

১) মোঃ সাদ্দাম (২৮),

২) মোঃ শফি (৪৮)

৩) মোঃ ইব্রাহীম হোসেন ওরফে ইবরা (৫৮)।


অভিযানস্থল থেকে নগদ ৯৩০ টাকা এবং জুয়া খেলায় ব্যবহৃত ৫০টি তাস জব্দ করা হয়।


অপরদিকে একই ডায়রির ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে দ্বিতীয় দফা অভিযান পরিচালিত হয় পোদ্দারপাড়া বাধেরপাড় গ্রামস্থ জনৈক মোঃ কাজল এর গাছের বাগানে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়। তারা হলেন—

১) নুর মোহাম্মদ (৪৮)

২) মোঃ শাহজাহান (৫৩)।


সেখানে থেকে নগদ ৫৬০ টাকা এবং ৫২টি তাস উদ্ধার করা হয়।


উভয় ঘটনায় রংপুর মহানগরী পুলিশ আইন ২০১৮ এর ৯৩ ধারায় নন এফআইআর প্রসিকিউশন নং ৩৭/২৫ ও ৩৮/২৫ যথাক্রমে দাখিল করে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


*মিডিয়া সেল*

*রংপুর মেট্রোপলিটন পুলিশ*