*প্রেস রিলিজ*
তারিখ: ১৬ নভেম্বর ২০২৫ খ্রি.
*বিষয়: ডিবি পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার*
রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) বিশেষ অভিযানে ২ কেজি নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে। রবিবার (১৬ নভেম্বর ২০২৫) রাত অনুমান ১০টার দিকে তাজহাট থানাধীন মডার্ন মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
রাত অনুমান ৯টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ জিন্নাত আলী–এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ রাশেদুল হক সরকার, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রংপুর–ঢাকা মহাসড়কের পূর্ব পাশে রেনেসার্স টেলিকম দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—
১) মোঃ শাহিন আলম (৩১), সাং: তালুক হরিদাস, ওয়ার্ড-৬;
২) মোঃ আনারুল হক (৩৭), সাং: পূর্ব কান্তেশ^রপাড়া, ওয়ার্ড-৫;
৩) মোঃ কালাম মিয়া (৩২), সাং: তালুক হরিদাস, ওয়ার্ড-৬;
তিনজনেরই ইউনিয়ন–সারপুকুর, থানা–আদিতমারী, জেলা–লালমনিরহাট।
উদ্ধারকৃত গাঁজার পরিমাণ ২ কেজি। এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় বলেন—
“রংপুর মহানগরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। প্রতিটি থানা, বিট পুলিশিং ইউনিট ও গোয়েন্দা সংস্থা সমন্বয়ে নিয়মিত অভিযান চালবে।
মাদক বিক্রেতা, সরবরাহকারী ও পৃষ্ঠপোষকদের সনাক্তে গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে।
*মিডিয়া সেল*
*রংপুর মেট্রোপলিটন পুলিশ*