হানি ট্রাপে অচেতন করে টাকা–চেক–স্ট্যাম্প নেওয়ার অভিযোগে নারীসহ তিনজন গ্রেপ্তার*
প্রকাশের সময়: 17 Nov, 2025

*প্রেস রিলিজ*

_আরপিএমপি।১৬ নভেম্বর ২০২৫ খ্রি._


*বিষয়: হানি ট্রাপে অচেতন করে টাকা–চেক–স্ট্যাম্প নেওয়ার অভিযোগে নারীসহ তিনজন গ্রেপ্তার*


রংপুরে আটক রেখে নির্যাতন, নগ্ন ভিডিও ধারণের হুমকি — কোতয়ালী থানা পুলিশের অভিযান


রংপুর মহানগরের কোতয়ালী থানায় এক ব্যক্তিকে আটক রেখে মারধর, চাঁদা দাবি, অর্থ হাতিয়ে নেওয়া ও নগ্ন ভিডিও ধারণের হুমকির অভিযোগে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানা পুলিশ। ঘটনাস্থল থেকে মোবাইল ফোন, নন-জুডিসিয়াল স্ট্যাম্প, ফাঁকা চেক, নগদ টাকা ও স্টিলের পাইপ জব্দ করা হয়েছে।


পরিচয় সূত্রে যোগাযোগ, তারপর ফাঁদ


মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযোগকারী মোঃ আব্দুস সালাম (৩৬)–এর সঙ্গে পরিচয়সূত্রে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগ রাখতেন এজাহারনামীয় ১ নম্বর আসামি মোছাঃ রিফা বেগম শিল্পী। পরে হোয়াটসঅ্যাপেও তাদের কথাবার্তা চলত।

চলতি মাসের ১৫ নভেম্বর সকাল ১০টার দিকে রিফা সালামকে ফোন করে জানতে চান তিনি কোথায় আছেন। রংপুরে অবস্থান করছেন জানালে তাকে দেখা করার প্রস্তাব দেওয়া হয়।


পুলিশ জানায়, বাদী প্রথমে রাজি না হলেও পরবর্তীতে কোতয়ালী থানাধীন টার্মিনাল এলাকার ফাল্গুনী হোটেলে যান। সেখানে রিফাকে এক অজ্ঞাত নারীসহ দেখতে পান। কিছুক্ষণ কথা বলার পর রিফা বেগম বাদীকে তাঁর ভাড়া বাসায় (দেওডোবা মাস্টারপাড়া) নিয়ে যান। সেখানে গিয়ে তাকে অবৈধভাবে আটকে রাখা হয়।


_মারধর, উলঙ্গ করে ভিডিও ধারণের হুমকি_


এজাহারে উল্লেখ আছে, একই দিন দুপুর ২টা ৩০ মিনিটের দিকে আরও দুই অজ্ঞাত পুরুষ সেখানে ঢুকে স্টিলের পাইপ ও কাঠের বাতা দিয়ে বাদীকে মারধর করে। এ সময় বাদীর ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ সাত হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

অভিযোগে বলা হয়েছে, বাদীকে জোর করে উলঙ্গ করা হয় এবং অজ্ঞাত নারীকে একইভাবে বিবস্ত্র করে তাকে বাদীর পাশে বসিয়ে অশালীন ভিডিও ধারণের চেষ্টা করা হয়। তিন লাখ টাকা চাঁদা দাবি করে টাকা না দিলে ভিডিও পরিবারের কাছে পাঠানোর হুমকিও দেওয়া হয়।


বাদীর বিকাশ অ্যাকাউন্ট থেকে পাসওয়ার্ড নিয়ে ১১ হাজার টাকা উত্তোলন করা হয়। পরে একজন বন্ধুর সহায়তায় বাদীর ইসলামী ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো ৫০ হাজার টাকা রিফা বেগম কার্ড পাসওয়ার্ড নিয়ে তুলে নেন। মোট ৬৮ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

এ ছাড়া ০২টি ফাঁকা চেক ও ১০০ টাকার ০৩টি নন–জুডিশিয়াল স্ট্যাম্পে জোর পূর্বক স্বাক্ষর নেওয়া হয়।


অভিযান, তিনজন গ্রেপ্তার


অভিযোগ পাওয়ার পর আরপিএমপি কোতয়ালী থানায় মামলা (নং-১২, তারিখ ০৬/১০/২০২৫ খ্রি.) রুজু হয়। মামলার তদন্তভার দেওয়া হয় এসআই (নিঃ) মোঃ শাহীনুর রহমান–এর ওপর।

পুলিশ কমিশনার মহোদয়ের সার্বিক নির্দেশনা এবং  উপ–পুলিশ কমিশনার (অপরাধ) এর তত্ত্বাবধানে কোতয়ালী থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে।


অভিযানে প্রথমে প্রধান আসামি মোছাঃ রিফা বেগম ওরফে শিল্পী (৩০)–কে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার ঘর তল্লাশিতে উদ্ধার করা হয়—


০২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন


বাদীর স্বাক্ষরিত ০৩টি নন-জুডিশিয়াল স্ট্যাম্প


ইসলামী ব্যাংকের ০২টি চেকের পাতা


নগদ ৬৫,০০০ টাকা


০২টি স্টিলের পাইপ


প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিফা বেগম ঘটনার সত্যতা স্বীকার করেন।


পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৭টা ০৫ মিনিটে দেওডোবা মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়:

২. মোঃ বেলাল হোসেন বিশাল (৩২)

৩. মোঃ নাহিদ আলম (২৬)


তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ২টি ওয়াকিটকি ও নগদ ৩ হাজার টাকা।


গ্রেপ্তার দুইজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।


*মিডিয়া সেল*

*রংপুর মেট্রোপলিটন পুলিশ*