রংপুর মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে চুরি হওয়া অটোরিকশা উদ্ধার, চোরসহ ওয়ারেন্টভুক্ত ৫ আসামী গ্রেফতার
প্রকাশের সময়: 07 Nov, 2025

*প্রেস রিলিজ*

তারিখঃ ০৭ নভেম্বর ২০২৫ খ্রিঃ


*_রংপুর মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে চুরি হওয়া অটোরিকশা উদ্ধার, চোরসহ ওয়ারেন্টভুক্ত ৫ আসামী গ্রেফতার_*


রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগের নিয়মিত অভিযান, ওয়ারেন্ট তামিল কার্যক্রমের অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় চুরি হওয়া একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধারসহ মোট ৬ (ছয়) জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১ জন চুরি মামলার মূল আসামী এবং ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামী।


*হারাগাছ থানা:*

হারাগাছ থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার এবং মূল আসামীকে গ্রেফতার করা হয়েছে।

বাদী মোঃ মঞ্জুরুল ইসলাম এর দায়েরকৃত মামলা নং–০৫, তাং–০৫/১১/২০২৫ খ্রিঃ (ধারা ৩২৮/৩৭৯/৩২৫/৩০৭ পেনাল কোড) অনুসারে, অভিযুক্ত মোঃ উজ্জল মিয়া (২৮), সাং–গামারিতলা, থানা–হালুয়াঘাট, জেলা–ময়মনসিংহ কে গ্রেফতার করা হয়।

অভিযানে ১,৯০,০০০ টাকা মূল্যের চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।


_এছাড়া ওয়ারেন্ট তামিল_ অভিযানে হারাগাছ থানা এনজিআর মামলা নং–২৫/২৫ এর আসামী মোঃ জুয়েল মিয়া (২৫) ও জিআর মামলা নং–৬৯/২৫ এর আসামী মোঃ সবুজ মিয়া (৪৫) কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে।

---

*তাজহাট থানা:*

তাজহাট থানা পুলিশের নিয়মিত অভিযানে সাজাপ্রাপ্ত আসামী মোঃ শেরে জামাল (সম্রাট) কে গ্রেফতার করা হয়েছে


 *কোতয়ালী থানা:*

রংপুর কোতয়ালী থানার পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আসামী জীবন হোসেন ক্যমেল ও মোঃ আলম মিয়া কে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।


*হাজীরহাট থানা:*

হাজীরহাট থানার এসআই রবিউল ইসলাম ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মন্থনা গ্রামের বাঁশঝাড় থেকে প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে মোঃ ফারুক হোসেন (৩৮) কে আটক করে।

এ ঘটনায় থানায় নন–এফআইআর মামলা (নং–৩৫) রুজু করা হয়েছে।

এছাড়া পৃথক অভিযানে জিআর–২৮/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামী মোঃ সাজিদ মিয়া (১৯) কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।


_পুলিশ কমিশনার মহোদয়ের সার্বিক নির্দেশনায় রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল থানায় আইন–শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও চুরি–ছিনতাই প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।_


---

*মিডিয়া সেল*

রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি), রংপুর।