রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার অভিযানে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার_
প্রকাশের সময়: 07 Nov, 2025

---

*প্রেস রিলিজ*

আরপিএমপি, রংপুর।

তারিখঃ ০৭ নভেম্বর ২০২৫ খ্রিঃ


_রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার অভিযানে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার_


রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার পুলিশ মাদকবিরোধী অভিযানে ৪ (চার) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।


এসআই (নিরস্ত্র) মোঃ মোসাদ্দেকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স গত ০৬ নভেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ রাত অনুমান ০০.৩০ ঘটিকায় তাজহাট থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করেন।


অভিযানে

১। মোঃ মিরাজ হোসেন (২২), পিতা–মোঃ নুর ইসলাম, সাং–মধ্য গড্ডিমারী, থানা–হাতিবান্ধা, জেলা–লালমনিরহাট এবং

২। মোঃ নয়ন মিয়া (২০), পিতা–মোঃ বাদশা মিয়া, মাতা–মোছাঃ আয়না খাতুন, সাং–হেউট নগর, ডাকঘর–কান্তনগর, থানা–ধনুট, জেলা–বগুড়া

কে গ্রেফতার করা হয়।


অভিযানকালে তাদের নিকট হতে মোট ৪ (চার) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


উক্ত ঘটনায় তাজহাট থানায় মামলা নং–০৬, তারিখ–০৭/১১/২০২৫ খ্রিঃ, ধারা–মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ অনুসারে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


রংপুর মেট্রোপলিটন পুলিশের মহানগর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

---

*মিডিয়া সেল*

জনসংযোগ শাখা,

রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি), রংপুর।