আরপিএমপি গোয়েন্দা বিভাগ কর্তৃক ক্লুলেস হত্যা মামলার ০৫ জন আসামী গ্রেফতার পূর্বক আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান
প্রকাশের সময়: 18 Jul, 2020

গত ১১/৭/২০২০ তারিখ সন্ধ্যায় রংপুর মেডিকেলের পুর্বগেইট সংলগ্ন স্টাফ কোয়ার্টার এর ভিতরে নার্সিং কলেজের সামনে কিছু দুস্কৃতিকারী কর্তৃক জনৈক মোঃ জাহিদুন-নবী সোহেল (৩২) কে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে জখম করে। পরবর্তীতে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত অনুমান ১১.৩০ ঘটিকার সময় মৃত্যবরণ করে। এতদসংক্রান্তে নিহতের মা জনাবা হাসিনা খাতুন সিনিয়র স্টাফ নার্স রহিমা বাদী হয়ে রংপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-২৩ তারিখ ১২/৭/২০২০ ধারা-৩০২/৩৪ পেনাল কোড।

রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসের ভিতরে এমন একটি নৃশংস হত্যাকান্ড সংঘটিত হওয়ার সাথে সাথে রংপুর মেট্রোপলিটন পুলিশের সুযোগ্য পুলিশ কমিশনার জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয়ের নির্দেশনায় ডিসি (ডিবি) জনাব মোঃ আবু মারুফ হোসেন এর তত্ত্বাবধানে খুন ঘটনার রহস্য উদঘাটন ও আসামীদের গ্রেফতারে অভিযানে নামে ডিবি পুলিশ।

ডিসি (ডিবি) ঐ রাতেই এডিসি জনাব উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে এসি (ডিবি) জনাব মোঃ আলতাফ হোসেন, ইন্সপেক্টর জনাব এবিএম ফিরোজ ওয়াহিদ, ইন্সপেক্টর জনাব রাজেশ কুমার চক্রবর্তী, এসআই গোলাম মোর্শেদ, এসআই বাবুল ইসলাম, এসআই আশেকুন্নবি, এসআই নাহিদ হাসান, এসআই সাইয়ুম তালুকদার, এসআই নাজমুল ইসলাম সহ ডিবি অন্যান্য অফিসার ফোর্সের সমন্বয়ে ১ টি টিম গঠন করেন।

গঠিত টিম বিভিন্নভাবে তথ্য সংগ্রহের মাধ্যমে উন্নত প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে গত ১৩/৭/২০২০ তারিখ ভোর রাতে রংপুর শহরের মেডিকেল পুর্বগেইট ও আশপাশ এলাকা হতে ঘটনায় জড়িত ০৩ জনকে গ্রেফতার করে। বিজ্ঞ আদালতে সোপর্দ করিলে আসামীরা স্বেচ্ছায় কার্য বিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমুলক জবান বন্দি প্রদান করে।


পরবর্তীতে মামলায় জড়িত অপর আসামীদের গ্রেফতার ও ঘটনার মুল রহস্য উদ্ঘাটনে কাজ চালিয়ে যায় আরিপএমপি ডিবি টিম তারই ধারাবহিকতায় এডিসি ডিবি জনাব উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে উল্লেখিত গঠিত টিমের অফিসার-ফোর্সের সমন্বয়ে উন্নত প্রযুক্তির সহায়তায় গত ১৭/৭/২০২০ তারিখ রাতভর অভিযান পরিচালনা করিয়া ভোর ০৫.০০ টার সময় মামলার অন্যতম আসামী ১) মোঃ সাদ্দাম হোসেন সোহাগ (২৭), পিতা- মোঃ আঃ মতিন ওরফে ডোম মতিন, সাং-মেডিকেল পূর্বগেইট, থানা- কোতয়ালী,
২) মোঃআল ইবনে আজিম ওরফে ব্রিটিশ (৩১), পিতা-মোঃ খতিবর রহমান, সাং- নিয়ামত পান্ডারদিঘি, থানা-পরশুরাম আরপিএমপিদ্বয়কে লালমনিরহাট জেলা, হাতিবান্ধা থানাধীন (সীমান্তবর্তী) দই খাওয়া গ্রাম হতে গ্রেফতার করা হয়।

ধৃত আসামীগণকে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে সোপর্দ করলে আসামীদ্বয় স্বেচ্ছায় ঘটনার সহিত জড়িত মর্মে কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে।

অত্র মামলার সহিত জড়িত অপরাপর আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে ।