আরপিএমপি, ০৪ নভেম্বর ২০২৫ খ্রি.
*???? রংপুর মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে সাজাপ্রাপ্ত, পরোয়ানাভুক্ত, অটোরিক্সা চোরসহ গ্রেপ্তার ০৫, ইয়াবাসহ আটক ০১*
রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগের নিয়মিত অভিযান, ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযানে ০৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
*???? কোতয়ালী থানার অভিযান*
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ ০৩ নভেম্বর রাতে নিয়মিত অভিযান চালিয়ে দীর্ঘদিন পলাতক ও আদালতের সাজাপ্রাপ্ত আসামী মোঃ সিরাজুল ইসলাম (পিতা-মৃত আজগর আলী, সাং-মেডিকেল পাকারমাথা, থানা-কোতয়ালী) কে তার নিজ বাড়ি হতে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে দায়রা ৯০৬/২৫, ৯৬০/২৫, ৯৮১/২২ (সাজাপ্রাপ্ত) ও সিআর-১৪০৭/২১ মামলাসহ মোট ৪টি সাজা পরোয়ানা ছিল। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
*???? ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান*
গোয়েন্দা বিভাগ (ডিবি), আরপিএমপি, রংপুর এর একটি বিশেষ টিম ০৩ নভেম্বর রাতে হাজীরহাট থানাধীন পশ্চিম কামদেবপুর ডাংঘাট নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ০৬ পিস ইয়াবাসহ মোঃ আব্দুল রাজ্জাক (৪৯), পিতা-মৃত শরিফ উদ্দিন, সাং-বিশ্বনাথপুর, সদর রংপুরকে আটক করে।
এ ঘটনায় মামলা রুজু হয়েছে।
*???? হারাগাছ থানার অভিযান*
হারাগাছ থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় পূর্বের একটি চার্জার অটো রিক্সা চুরির মামলার দুইজন আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ স্বপন মিয়া (২০), সাং-বধুকমলা, হারাগাছ ও মোঃ তসলিম উদ্দিন (৬০), সাং-পূর্ব বড়বাড়ি মুক্তাপাড়া, কোতয়ালী।
উক্ত মামলাটি হারাগাছ থানায় ২১ সেপ্টেম্বর দায়ের করা হয় (মামলা নং-০৫, ধারা-৩৮০/৪৫৪/৩৪ পেনাল কোড)।
অন্য অভিযানে ০৩ নভেম্বর রাতে ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে সিআর মামলা নং ৮৫/১৮ এর আসামী মোঃ ওয়াহেদুর রহমান (পিতা-মোঃ ফারুক হোসেন, সাং-দালালহাট আউলিয়াটারী) কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
*???? পরশুরাম থানার অভিযান*
রংপুর মেট্রোপলিটন পুলিশের পরশুরাম থানা পুলিশ ০৩ নভেম্বর ভোরে আমাশু কুকরুল এলাকা থেকে GR পরোয়ানা মূলে আসামী মোঃ বাশার মিয়া (পিতা-মোঃ আবেদ আলী) কে গ্রেফতার করেছে।
---
???? রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সার্বিক নির্দেশনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার, মাদকবিরোধী অভিযান এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অপরাধ দমনে রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিটি ইউনিট নিরলস ভাবে কাজ করছে।
_*মিডিয়া সেল*_
_*রংপুর মেট্রোপলিটন পুলিশ*_