চোরাইকৃত মোটরসাইকেলসহ পেশাদার চোর গ্রেফতার
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চোরাইকৃত একটি হোন্ডা হরনেট ১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধার করেছে। এ সময় পেশাদার চোর মো. শফিকুল ইসলাম ওরফে শাহীন (৩৪) কে গ্রেফতার করে।
বাদী মো. মেহেদী হাসান (২৫), পিতা- মো. আয়নাল হক, নাটোর জেলার বাসিন্দা, রংপুর নগরীর শালবন এলাকার মমতাজ প্লাজা বিল্ডিংয়ের নিচে তার ব্যবহৃত হোন্ডা হরনেট মোটরসাইকেলটি হ্যান্ডেল লক করে রেখে পাশের রুমে টিউশনি ক্লাস নিচ্ছিলেন। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি মোটরসাইকেলটি না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায়, এসি (কোতয়ালী জোন) ও অফিসার ইনচার্জ কোতয়ালী থানার তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আব্দুল্লাহ বিন কাশেমের নেতৃত্বে নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিকে শনাক্ত করে।
অভিযান চালিয়ে সোমবার (২৭ অক্টোবর) দুপুরে তাজহাট মোড়স্থ মেসার্স ফজলার রহমান সার ডিলার দোকানের সামনে থেকে আসামি শাহীনকে গ্রেফতার এবং বাদীর সনাক্তমতে চোরাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামি মো. শফিকুল ইসলাম ওরফে শাহীন (৩৪), পিতা-মৃত আব্দুল মালেক @ বাবুল, টিবি হাসপাতাল পাড়া, তাজহাট, রংপুর মহানগর এলাকার বাসিন্দা। স্থানীয়ভাবে তার বিরুদ্ধে একাধিক চুরি, ছিনতাইসহ সম্পত্তি সংক্রান্ত অপরাধের তথ্য পাওয়া গেছে।
থানার রেকর্ড পত্র যাচাই করে আসামির বিরুদ্ধে পূর্বে কোতয়ালী, তাজহাট, বদরগঞ্জ, পীরগঞ্জ ও সৈয়দপুর থানায় একাধিক চুরির মামলা রয়েছে মর্মে জানা যায় ।
উদ্ধারকৃত মোটরসাইকেলটির মডেল হোন্ডা হরনেট ১৬০ সিসি, রঙ টিয়া ও কালো, রেজিস্ট্রেশন নং লালমনিরহাট-ল-১১-১৪৫২, আনুমানিক মূল্য ১ লাখ ৪৫ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামিকে সূত্রোক্ত মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
---
মিডিয়া সেল
রংপুর মেট্রোপলিটন পুলিশ