বিষয়ঃ হারাগাছ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান: ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
রংপুরের হারাগাছ থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
শনিবার (২৫ অক্টোবর ২০২৫) সন্ধ্যা অনুমান ৭টা ৩০ মিনিটের দিকে হারাগাছ থানাধীন টাংরীর বাজার এলাকায় এ অভিযানে জনৈক মোঃ মুকদুমের মুদি দোকানের সামনে থেকে দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—
১। মোঃ মিজানুর হক (৩০), পিতা- ইলেম উদ্দিন, গ্রাম- নতুন মন্ডলপাড়া, থানা- চিলমারী, জেলা- কুড়িগ্রাম।
২। মোঃ শফিকুল ইসলাম (৪৭), পিতা- মোঃ সাহের আলী, গ্রাম- দক্ষিণ দৌলদিয়া রবিউল্লাহ বেপারীপাড়া, থানা- গোয়ালন্দ, জেলা- রাজবাড়ী। বর্তমানে তিনি গাজীপুর জেলার টঙ্গী থানাধীন কলেজ গেইট এলাকার একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
তাদের দেহ তল্লাশী করে মোট ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ কমিশনার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় রংপুর মেট্রোপলিটন পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক, চুরি, ছিনতাইসহ সকল প্রকার অপরাধ দমন ও প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মিডিয়া সেল
রংপুর মেট্রোলিটন পুলিশ