*গোয়েন্দা
বিভাগ (ডিবি) পুলিশেরে
অভিযানে চোলাই মদসহ চারজন গ্রেফতারঃ*
রংপুর
মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানা এলাকায় মাদকবিরোধী
অভিযানে চোলাই (বাংলা) মদসহ চারজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার
(২৩ অক্টোবর ২০২৫) রাত অনুমান ৮টা ৫ মিনিটে
কোতয়ালী থানার নিউ আদর্শপাড়া স্কুলের
পাশের ফাঁকা জায়গায় গোপন সংবাদের ভিত্তিতে
এসআই (নিরস্ত্র) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেন।
অভিযানকালে
আসামীদের কাছ থেকে নেশাজাতীয়
মাদকদ্রব্য চোলাই (বাংলা) মদ ৫০০ মিলিলিটার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা
হলেন:
১. মোঃ রেজাউল হক (২৯), পিতা-মোহাম্মদ আলী, সাং-নিউ
আদর্শপাড়া, রংপুর;
২. মোঃ রতন (৩৮), পিতা-মৃত একাব্বর আলী,
সাং-নিউ আদর্শপাড়া, রংপুর;
৩. মোঃ লিটন মিয়া (৩২),
পিতা-মৃত আনোয়ারুল ইসলাম,
সাং-নিউ আদর্শপাড়া, রংপুর;
৪. মোঃ হাসান আলী হিমন (৩৬),
পিতা-মোঃ আব্দুল হাই
তোফা, সাং-নিউ সেনপাড়া
করণজাই রোড, ওয়ার্ড নং–২১, রংপুর।
গ্রেফতারকৃত
তৃতীয় আসামী মোঃ লিটন মিয়ার বিরুদ্ধে পূর্বে কোতয়ালী থানায় দুটি মামলার ওয়ারেন্ট রয়েছে।
একটি মামলা নং–১১, তারিখ–০৪/০১/২০১৫
খ্রি., ধারা–৩৯৯/৪০২
পেনাল কোড এবং অপরটি
মামলা নং–৮২, তারিখ–২৭/০৮/২০১৫
খ্রি., ধারা–৩৬৪/৩০২
পেনাল কোডে দায়ের করা
হয়েছিল।
এ
ঘটনায় কোতয়ালী থানায় নন-এফআইআর প্রসিকিউশন নং–১৭৪, তারিখ–২৩/১০/২০২৫ খ্রি. দায়ের করা হয়েছে এবং
রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮-এর ধারা–৯০ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
*মিডিয়া
সেল*
*রংপুর
মেট্রোপলিটন পুলিশ*