ভিকটিম ও চোরাই স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩
প্রকাশের সময়: 24 Oct, 2025

ভিকটিম চোরাই স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার

 

রংপুর মহানগরের পরশুরাম এলাকা থেকে ভিকটিম চোরাই স্বর্ণালংকার উদ্ধার করেছে পরশুরাম থানা পুলিশ। ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায় এবং উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) রংপুর মেট্রোপলিটন পুলিশের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মনিরুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালান।

 

পরশুরাম থানার ৬নং ওয়ার্ডের কোবারু আনন্দলোক বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন
. মো. মলিন মিয়া (২৫), পিতা: মো. ফারুক মিয়া, মাতা: মোছা. মহিমা খাতুন, ঠিকানা: বাহাদুরসিংহ দোলাপাড়া, রংপুর;
. মো. রনি মিয়া (২৫), পিতা: মৃত দুলাল মিয়া, মাতা: মোছা. হালিমা বেগম, ঠিকানা: সাহেবগঞ্জ, হারাগাছ;
. মো. মির্জা হাফিজ হেলাল (২৫), পিতা: মৃত . মোন্নাফ, মাতা: মোছা. হামিদা বেগম, ঠিকানা: উত্তর বাহাদুরসিংহ, পরশুরাম, রংপুর।

 

জিজ্ঞাসাবাদে তৃতীয় আসামি মির্জা হাফিজ হেলাল স্বীকারোক্তিমূলক তথ্য দেয়। তাঁর দেখানো মতে পরশুরাম থানার পুলিশ দুটি স্বর্ণের কানের দুল উদ্ধার করে।

ঘটনায় পরশুরাম থানায় নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর /৩০ ধারা এবং দণ্ডবিধির ৩৭৯/৫০৬ ধারায় মামলা (নং-০৩, তারিখ ২৪ অক্টোবর ২০২৫) রুজু করা হয়েছে।


*মিডিয়া সেল*

*রংপুর মেট্রোপলিটন পুলিশ*