১
কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুর
মহানগরের ধাপ এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কোতয়ালী
থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও দুটি মোবাইল ফোনও উদ্ধার করে।
২৩ অক্টোবর রাত অনুমান ১২টার পর গোপন সংবাদের ভিত্তিতে
এসআই (নিরস্ত্র) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে কোতয়ালী থানার একটি দল ধাপ শিমুলবাগ মোড়ে
অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক
করা হয়।
গ্রেপ্তার
ব্যক্তিরা হলেন—
১. মো. পাগলা মতিয়ার (৫৫), পিতা: মৃত হামিজ, মাতা: আছিয়া বেগম, ঠিকানা: সিট কেল্লাবন্দ
কুটিরপাড়া, রংপুর;
২. মো. জাহাঙ্গীর ভুইয়া (৩৪), পিতা: মো. শাহ আলম ভুইয়া, ঠিকানা: ভগিবালাপাড়া, কোতয়ালী,
রংপুর।
অভিযানে
মতিয়ারের কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা, একটি Redmi 10A অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ৩,৮০০
টাকা নগদ উদ্ধার করা হয়। অপর আসামি জাহাঙ্গীর ভুইয়ার কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা ও একটি
VEGA V12 Ultra বাটন মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
উদ্ধারকৃত
গাঁজার ওজন মোট ১ কেজি এবং আনুমানিক মূল্য ১০ হাজার টাকা।
“গ্রেপ্তার
দুই ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিল। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে
তল্লাশি চালিয়ে গাঁজা, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।”
ঘটনার
পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ
করা হয়েছে।
*মিডিয়া
সেল*
*রংপুর
মেট্রোপলিটন পুলিশ*