বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন ও হত্যাচেষ্টার অভিযোগে দায়েরকৃত ৩ (তিন)টি মামলার আসামী আলী আকতার জাহাঙ্গীর হোসেন তুহিন গ্রেফতার
প্রকাশের সময়: 22 Oct, 2025

বিষয়ঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন ও হত্যাচেষ্টার অভিযোগে দায়েরকৃত ৩ (তিন)টি মামলার প্রেক্ষিতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও অর্থদাতা, রংপুর মহানগর ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলী আকতার জাহাঙ্গীর হোসেন তুহিনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানা পুলিশ।


কোতোয়ালী থানা পুলিশের অভিযানে গ্রেফতারকৃত আসামির পরিচয় নিম্নরূপঃ

নাম: আলী আকতার জাহাঙ্গীর হোসেন তুহিন (৫২)

পিতা: মোঃ বজলার রহমান

ঠিকানা: কেরানীপাড়া, থানা–কোতোয়ালী, রংপুর মহানগর, রংপুর।

পেশা: অ্যাডভোকেট, জজকোর্ট, রংপুর।


উল্লেখ্য, উক্ত আসামির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যথা:

১) কোতোয়ালী থানার মামলা নং-০৯, তারিখ-০৯/০৫/২০২৫ খ্রিঃ, ধারা-১৪৩/১৪৮/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১১৪/১০৯/৩৪ পেনাল কোড ১৮৬০ (এজাহারনামীয় ৫৮ নং আসামী)।

২) কোতোয়ালী থানার মামলা নং-১২, তারিখ-০৭/১০/২০২৪ খ্রিঃ, ধারা-১৪৪/১৪৮/১৪৯/৩০৭/৩২৬/১০৯/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০ (এজাহারনামীয় ১২ নং আসামী)।

৩) তাজহাট থানার মামলা নং-১২, তারিখ-০৭/১০/২০২৪ খ্রিঃ, ধারা-১৪৪/১৪৮/১৪৯/৩০৭/৩২৬/১০৯/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০ (এজাহারনামীয় আসামী)।


উপরোক্ত মামলাসমূহের ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশ বিশেষ অভিযানের মাধ্যমে অদ্য সন্ধ্যা অনুমান ১৮:০০ ঘটিকার দিকে কেরামতিয়া মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করে।


পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায় রংপুর মেট্রোপলিটন এলাকায় নিয়মিত চেকপোস্ট তল্লাশি, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমন ও পলাতক আসামীদের গ্রেফতারে রংপুর মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


---

মিডিয়া সেল

রংপুর মেট্রোপলিটন পুলিশ