অদ্য ১৯/০৭/২০২০ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ, কোতয়ালী থানা এর নির্দেশনায় এস আই মো মাহমুদুল হাসান এর নেতৃত্বে টিএসআই মো সবুর, এটিএসআই ফিরাজুল সহ সঙ্গীয় অফিসার ফোর্স কোতয়ালী থানাধীন রামপুরা এলাকা হতে ৫০০ গ্রাম গাঁজা, একটি গাঁজা ওজন করার পাল্লা ও গাঁজা বিক্রয়ের ২৫০০টাকাসহ একজন ব্যাক্তিকে আটক করেছে।
এ ব্যাপারে আরপিএমপি কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।