রংপুর
মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানার অভিযানে সাজাপ্রাপ্ত
আসামীসহ গ্রেফতার ০৪ জন
রংপুর
মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা কর্তৃক নিয়মিত
ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযানে
একাধিক পলাতক আসামী গ্রেফতার করা হয়েছে।
তাজহাট
থানা পুলিশ:
অফিসার
ইনচার্জ, তাজহাট থানা’র নেতৃত্বে
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর
২টা সময়ে অভিযান চালিয়ে
সিআর-৩২৭/২৪, প্রসেস
নং-৬৪/২৫(তাজঃ)
সূত্রে সাজাপ্রাপ্ত আসামী মোঃ রাজু মিয়া
(পিতা-মোহাম্মদ আলী, সাং-খোর্দ্দ
তামপাট আদর্শপাড়া, থানা-সদর, রংপুর)
কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে
বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
হারাগাছ
থানা পুলিশ:
ওয়ারেন্ট
তামিল অভিযানে হারাগাছ থানা পুলিশ জিআর-০৬/২৩ (মাহিঃ)
ও এনজিআর-১৭৫/২৩ (হারাঃ)
মামলার পলাতক আসামী মোঃ আনোয়ার হোসেন
(পিতা-নুর মোহাম্মদ, সাং-মহব্বত খা ওমরকুটি, থানা-হারাগাছ, রংপুর) কে একই দিন
রাত অনুমান ৮টা ৩০ মিনিটে
নিজ এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে।
কোতয়ালী
থানা পুলিশ:
নিয়মিত
ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযানের
অংশ হিসেবে কোতয়ালী থানা পুলিশ অর্থজারী-০১/২১ মামলার
পলাতক আসামী ইসলাম আহমেদ মনু (পিতা-ইসমাইল
হোসেন, সাং-নিউ সেনপাড়া
এরশাদ মোড়) এবং জিআর-৪৭৭/২৪(কোতঃ)
মামলার পলাতক আসামী আশিকুল ইসলাম (পিতা-মোঃ শহিদার
রহমান, সাং-ভগিবালাপাড়া) কে
গ্রেফতার করেছে।
রংপুর
মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা কর্তৃক নিয়মিত
ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযানে
একাধিক পলাতক আসামী গ্রেফতার করা হয়েছে।
তাজহাট
থানা পুলিশ:
অফিসার
ইনচার্জ, তাজহাট থানা’র নেতৃত্বে
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর
২টা সময়ে অভিযান চালিয়ে
সিআর-৩২৭/২৪, প্রসেস
নং-৬৪/২৫(তাজঃ)
সূত্রে সাজাপ্রাপ্ত আসামী মোঃ রাজু মিয়া
(পিতা-মোহাম্মদ আলী, সাং-খোর্দ্দ
তামপাট আদর্শপাড়া, থানা-সদর, রংপুর)
কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে
বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
হারাগাছ
থানা পুলিশ:
ওয়ারেন্ট
তামিল অভিযানে হারাগাছ থানা পুলিশ জিআর-০৬/২৩ (মাহিঃ)
ও এনজিআর-১৭৫/২৩ (হারাঃ)
মামলার পলাতক আসামী মোঃ আনোয়ার হোসেন
(পিতা-নুর মোহাম্মদ, সাং-মহব্বত খা ওমরকুটি, থানা-হারাগাছ, রংপুর) কে একই দিন
রাত অনুমান ৮টা ৩০ মিনিটে
নিজ এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে।
কোতয়ালী
থানা পুলিশ:
নিয়মিত
ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযানের
অংশ হিসেবে কোতয়ালী থানা পুলিশ অর্থজারী-০১/২১ মামলার
পলাতক আসামী ইসলাম আহমেদ মনু (পিতা-ইসমাইল
হোসেন, সাং-নিউ সেনপাড়া
এরশাদ মোড়) এবং জিআর-৪৭৭/২৪(কোতঃ)
মামলার পলাতক আসামী আশিকুল ইসলাম (পিতা-মোঃ শহিদার
রহমান, সাং-ভগিবালাপাড়া) কে
গ্রেফতার করেছে।