রংপুর মহানগরীর ব্যস্ততম জাহাজ কোম্পানী মোড়ে ট্রাফিক সিগন্যাল অমান্য করে এক অটোচালক পুলিশের ওপর হামলার চেষ্টা করেছে। আজ সোমবার বিকেল অনুমান ৪টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে।
ট্রাফিক ডিউটিরত কনস্টেবল/১৩৯০ মোঃ আমজাদ হোসেন, ট্রাফিক দক্ষিণ বিভাগ, রংপুর মেট্রোপলিটন পুলিশ জাহাজ কোম্পানী মোড়ে উত্তর পাশে দায়িত্ব পালনের সময় একটি থ্রি হুইলার (অটো) সিগন্যাল অমান্য করে এসে তার পায়ের উপর উঠে যায়। এসময় কর্তব্যরত কনস্টেবল অটোচালককে থামিয়ে কারণ জানতে চাইলে সে অকথ্য ভাষায় পুলিশকে গালিগালাজ করে এবং অনুমানিক ৭/৮ ইঞ্চি ধারালো এন্টি কাটার দ্বারা আঘাত করার চেষ্টা চালায়।
তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশ সার্জেন্ট ও অন্যান্য কনস্টেবলদের সহযোগিতায় অটোচালককে আটক করা হয়। আটক করার সময়ও সে পুলিশের প্রতি উশৃঙ্খল আচরণ করে। পরবর্তীতে এএসআই ফজলুর রহমান (মোবাইল-০২), কোতয়ালী থানা, আরপিএমপি, রংপুর অটোচালক ও অনুমোদনবিহীন অটোটি থানা হেফাজতে নেয় ।
জিজ্ঞাসাবাদে আটক চালক নিজের নাম আসিক হক (২৪), পিতা-আবু তালেব, মাতা-মর্জিনা বেগম, গ্রাম-মধ্য বাবুখা, থানা-কোতয়ালী, রংপুর মহানগর বলে জানায়।
এ ঘটনায় চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মিডিয়া সেল
রংপুর মেট্রোপলিটন পুলিশ