প্রেস রিলিজ,
১৬/০৩/২০২৫ খ্রি. রবিবার,
RPMP Media Cell.
তাজহাট থানা কর্তৃক যৌথ অভিযানে ১.৪ (এক কেজি চারশত গ্রাম) গাঁজা সহ (০২) দুই জন আসামী গ্রেফতার।
পুলিশের
ও সেনাবাহিনী যৌথ অভিযানে সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিকাল ১৭.৪৫ ঘটিকায় তাজহাট থানাধীন দর্শনা মোড়স্থ রংপুর ফিলিং ষ্টেশন এর সামনে চলমান পাকার রাস্তার পশ্চিম পার্শে ফুট পাতের উপর পুলিশ ও সেনাবাহিনীর টিমসহ যানবাহন তল্লাশী তল্লাশীকালে বাস টার্মিনাল হইতে
মর্ডাণ মোরের দিকে পায়ে হেটে যাওয়ার সময়ে
সংকেত দিলে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি দেখে পালানোর চেষ্টাকালে তাদেরকে
যৌথ বাহিনী আটক করতে সক্ষম হয়। সাক্ষীদের উপস্থিতিতে আসামী ১। মোঃ সিহাব আলী (৫০), পিতা-মৃত আঃ হামিদ ,মাতা- সহিজান বেওয়া, সাং- শুলয়া, ২। মোঃ মিজানুর রহমান (৩৬), পিতা-মোঃ কাশেম সরদার, মাতা-মোছাঃ রেবেনা বেগম, সাং-হলিছাগাছি (সরদার), উভয় থানা- চারঘাট, জেলা-রাজশাহীদ্বয়ের নিকট হইতে ১.৪ (এক কেজি চারশত) গ্রাম গাঁজা উদ্ধার
করতে সক্ষম হয়।
উক্ত ঘটনায়
তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ রুজু করা হয়েছে।