রংপুরে আইজিপি মহোদয়ের আগমণ এবং অফিসার ও ফোর্সদের বিশেষ কল্যাণ সভা গ্রহন।
প্রকাশের সময়: 06 Mar, 2025

প্রেস রিলিজ
০৬ মার্চ ২০২৫ খ্রি.

RPMP Media Cell

 

রংপুরে আইজিপি মহোদয়ের আগমণ এবং অফিসার ফোর্সদের বিশেষ কল্যাণ সভা গ্রহন।


 

আরপিএমপি রংপুর, রংপুর রেঞ্জবাংলাদেশ পুলিশ কর্তৃক রংপুর জেলা পুলিশ লাইন ড্রিলশেডে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ জনাব বাহারুল আলম, বিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ। জনাব মোঃ আমিনুল ইসলাম, ডিআইজি, রংপুর রেঞ্জ রংপুরের সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যান সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ জনাব মোঃ মজিদ আলী, বিপিএম, পুলিশ কমিশনার আরপিএমপি, রংপুর। এছাড়াও রংপুরস্ত পুলিশের সিআইডি, পিবিআই, এটিইউ হাইওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, এন্টিটেররিজম, পুলিশ ট্রেনিং সেন্টার রংপুর,র‌্যাব-১৩ অধিনায়ক উধ্বর্তন সিনিয়র অফিসার এবং সকল জেলার পুলিশ সুপার রেঞ্জ আরপিএমপির অফিসার ইনচার্জ সহ সকল পদবির কর্মচারী উপস্থিত ছিলেন।

উক্ত কল্যান সভায় পুলিশের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারী তাদের বিভিন্ন সমস্যা উত্থাপন করেনযেমন হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ, পরিবারের জন্য ঔষধের ব্যাবস্থা, বিশেষ ভাতা, ঝুঁকি ভাতা সহ অন্যান্য সমস্যার কথা তুলে ধরেন।

 

মাননীয় আইজিপি মহোদয়  বলেন, অতিরিক্ত বল প্রয়োগের জন্য কমান্ড যিনি দিয়েছেন তিনি গণহত্যার জন্য দায়ী। কোন কনস্টেবল কে অভিযুক্ত করা হবে না যদি নিঃগৃহিত কাজ না করে তাহলে সে বিষয়ে টা ভিন্ন।  সকলকে ধৈয্যধারণ করে কাজ করতে হবে।

ফোর্সের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষে তিনি আশ্বাস প্রদান করেন এবং সমাধান করতে যে সকল বিষয় সময় লাগবে সেই সব চেষ্টা চালিয়ে যাবেন।  সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে ইফতার মাহফিলে মোনাজাতের  মাধ্যমে কল্যান সভার সমাপ্তি হয়।