প্রেস রিলিস
০৫/০২/২০২৫ খ্রিঃ, বুধবার
RPMP media cell
আরপিএমপি, কোতয়ালী মেট্রো থানা কর্তৃক ০১ জন ছিনতাইকারী গ্রেফতার
মোঃ রোকনুজ্জামান রোকন ০৪/০২/২০২৫ খ্রিঃ রাত্রী অনুমান ০৩.৫৫ ঘটিকার সময় ব্যবসার কাজ শেষে কামারপাড়া জনৈক রফিকুল ইসলাম এর চায়ের দোকানের সামন থেকে অপরিচিত রিক্সাযোগের বাড়ীতে যাওযারে জন্য রওনা হন। ০৪/০২/২০২৫খ্রিঃ রাত্রী অনুমান ০৪.০৫ ঘটিকার সময় কোতয়ালী থানাধীন ২২নং ওয়ার্ডস্থ সূর্যসেনা স্কুল সংলগ্ন গৃহসজ্জা ফার্নিচারের দোকানের সামনে পাকা রাস্তার উপর আসা মাত্রই অজ্ঞাতনামা ০৩ জন আসামী রিক্সার চতুর পাশে ঘিরে ফেলে। বাদীর নিকট কোন কিছু নাই মর্মে জানাইলে অজ্ঞাতনামা ০৩ জন আসামী দেশীয় অস্ত্রের ভয় দেখাইয়া বাদীর পরিহিত ফুল প্যান্টের ডান সাইড পকেটে রাখা নগদ ৬৫,৬০০/- টাকা ও বাম সাইড পকেটে রাখা মোবাইল ফোন জোর পূর্বক বাহির করিয়া নিয়ে ঘটনাস্থলে হতে চলে যায়
বাদী থানায় অভিযোগ করলে কোতয়ালী থানার মামলা নং-০২, তারিখ-০৫/০২/২০২৫ ইং ধারা-৩৯২ পেনাল কোড রুজু পূর্বক মামলার তদন্তভার এসআই মোঃ আঃ বাতেন এর উপর অর্পন করা হয়। তিনি মামলাটি তদন্তকালে উক্ত আসামী মোঃ মাজেদুল ইসলাম ০৫/০২/২৫ খ্রিঃ রাত্রি ০৩.৩০ ঘটিকায় ধৃত করেন।